সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

রানার্স আপ লড়াইয়ে চার দল

তুলনামূলকভাবে শেখ জামাল সুবিধাজনক অবস্থানে আছে। চার ম্যাচ বাকি থাকলেও মোহামেডান ছাড়া দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেই লড়তে হবে

ক্রীড়া প্রতিবেদক

রানার্স আপ লড়াইয়ে চার দল

পেশাদার ফুটবল লিগে শিরোপা ধরে রেখেছে বসুন্ধরা কিংস। শেখ জামাল ধানমন্ডিকে হারিয়ে চার ম্যাচ আগেই দলটি টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। ২১ ম্যাচে এখন তাদের পয়েন্ট ৫৮। বাকি তিন ম্যাচ হারলেও তাদের কোনো যায় আসবে না। শিরোপা নিশ্চিত হওয়া মানে লিগের আকর্ষণ শেষ হয়ে যাওয়া। বসুন্ধরা চ্যাম্পিয়ন হলেও এখন রানার্স আপের লড়াই তুঙ্গে। টেবিলে দ্বিতীয় স্থানে থাকবে কে? শেখ জামাল, ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী ও মোহামেডান চার দলেরই সম্ভাবনা রয়েছে। বসুন্ধরা ধরাছোঁয়ার বাইরে থেকে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু রানার্স আপ কে হবে বলা মুশকিল।

তারুণ্যনির্ভর দল গড়েও শেখ জামালের পারফরম্যান্স প্রশংসা পাচ্ছে। ২০ ম্যাচে তাদের সংগ্রহ ৪২। ঢাকা ও চট্টগ্রাম আবাহনী ২১ ম্যাচে সমান ৪০ পয়েন্ট অ্যাকাউন্টে জমা রেখেছে। গোলের ব্যবধানে ঢাকা আবাহনীর অবস্থান এখন তিনে। চারে চট্টগ্রাম আবাহনী। ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে মোহামেডান।

বাকি ম্যাচগুলোতে তারা কী করবে তারই ওপর নির্ভর করছে রানার্স আপে থাকবে কে? তবে তুলনামূলকভাবে শেখ জামাল সুবিধাজনক অবস্থানে আছে। চার ম্যাচ বাকি থাকলেও মোহামেডান ছাড়া দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেই লড়তে হবে। ঢাকা আবাহনীর তিনটির মধ্যে লড়তে হবে শেখ রাসেল ও চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে।

চট্টগ্রাম আবাহনী ও মোহামেডানের হাইভোল্টেজ ম্যাচ বাকি। মূলত এ খেলার ওপরই অনেক কিছু নির্ভর করছে। ঢাকা আবাহনী না রানার্স আপে অন্য কেউ জায়গা করে নেবে সেটাই এখন অপেক্ষা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর