শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

হকির বন্ধ দুয়ার খুলছে

ক্রীড়া প্রতিবেদক

হকির বন্ধ দুয়ার খুলছে

মহিলা হকিতে মরহুম শামসুল বারী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন মরহুম মাহমুদুর রহমান মোমিন একাদশ -বাংলাদেশ প্রতিদিন

শেষ পর্যন্ত হকির বন্ধ দুয়ার খুলছে। অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে হকিপ্রেমী ও খেলোয়াড়দের। প্রায় তিন বছর পর ঘরোয়া হকির সবচেয়ে মর্যাদাকর আসর প্রিমিয়ার লিগ মাঠে গড়াচ্ছে। গতকাল ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্তও হয়েছে লিগ শুরুর ব্যাপারে। ফ্যালকন হলে হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান এ গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ফেডারেশনের সহ-সভাপতি অভিজ্ঞ সংগঠক সাজেদ এ এ আদেল জানান, ১২ ক্লাবের সম্মতিতেই ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর দলবদলের তারিখ নির্ধারণ হয়েছে। ১২ অক্টোবর শুরু হবে ক্লাব কাপ। এ টুর্নামেন্ট শেষের পরই প্রিমিয়ার লিগের পর্দা উঠবে।

করোনাভাইরাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ কোটি টাকা অনুদান দিয়েছেন ফেডারেশনকে। গতকাল সভায় সিদ্ধান্ত হয় কোন ক্লাবকে কত টাকা সহযোগিতা করবে? মোহামেডান, আবহনী ও মেরিনার্স পাবে ১২ লাখ, আজাক্স ও সোনালী ব্যাংক ৮ লাখ, বাকি ৭ দল পাবে ৬ লাখ করে। তা ছাড়া প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ৩, রানার্সআপ ২ ও তৃতীয় স্থানে থাকা দল ১ লাখ টাকার প্রাইজমানি পাবে। এবারে প্রিমিয়ারে নতুন দল হচ্ছে দিলকুশা স্পোর্টিং।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর