ক্রিস্টিয়ানো রোনালদো। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এক পর্তুগিজ ফুটবলার। প্রায় দুই দশক আগে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা করার সময় নিজেও হয়তো ভাবেননি এমন এক চূড়ায় পৌঁছে যাবেন। যেখানে পেলে, ম্যারাডোনা, ডি স্টেফানো কিংবা ফেরেনচ পুসকাসরাও যেতে পারেননি। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল এখন ক্রিস্টিয়ানো রোনালদোর। বুধবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি গোল করে দলকে দারুণ জয় উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি ইরানের আলি দাইকে (১০৯ গোল) ছাড়িয়ে গেলেন।
দারুণ উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ দেখল ফুটবলভক্তরা। ম্যাচের শুরুর দিকে পেনাল্টি মিস করেন রোনালদো। প্রতিপক্ষের ফুটবলারকে চড় মেরে বসেন রেগে গিয়ে। গোল করার পর জার্সি খুলে উৎসব করায় হলুদ কার্ড দেখেন। ইন্টারভিউ দিতে গিয়ে মাঝপথেই টিভি ক্যামেরার সামনে থেকে সরে যান। পর্তুগিজ তারকার অবশ্য এসবে কিছুই আসে যায় না। অভাবনীয় এক রেকর্ড দখল করে রোনালদো বলেন, ‘ক্যারিয়ারে আমি সামান্য যে কয়টা রেকর্ড ভেঙেছি তার মধ্যে এটা অন্যতম। এই রেকর্ড আমাকে গর্বিত করেছে। ধন্যবাদ পর্তুগাল। ধন্যবাদ আমার সতীর্থ এবং প্রতিপক্ষদের যারা এই লক্ষ্যপূরণে আমার সঙ্গী ছিলেন।’ রোনালদো এখানেই থামতে রাজি নন। তিনি বলেন, ‘আসুন, আমরা মাঠে আরও লড়াই করি সামনের দিনগুলোতে। গোল করার ধারাটা এখানেই শেষ করতে চাই না আমি।’ ৩৬ বছরের রোনালদো রেকর্ডটা কোথায় নিয়ে যাবেন, বলা বড্ড কঠিন। রোনালদোর এ রেকর্ড কতদিন টিকে থাকবে, তাও বলা কঠিন। বর্তমানে ফুটবল খেলছেন এমন তারকাদের মধ্যে লিওনেল মেসিই রোনালদোর সবচেয়ে কাছাকাছি (৭৬ গোল)। আর্জেন্টাইন তারকার পক্ষে রোনালদোর রেকর্ড স্পর্শ করা দুঃসাধ্য বটে! ক্রিস্টিয়ানো রোনালদোকে এবার ফুটবলের রাজা বলাই যায়। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডধারীকে রাজার আসন তো দিতেই হয়। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে পূর্ণাঙ্গ এক ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
এদিকে বুধবার ইউরোপ অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে ফ্রান্সকে ১-১ গোলে রুখে দিয়েছে বসনিয়া। নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নরওয়ে। গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া গোল শূন্য ড্র করেছে রাশিয়ার সঙ্গে।