শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

৭ নম্বরে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

গত ৯ ম্যাচে ৭ জয়। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের এমন রেকর্ড নেই। জিম্বাবুয়ে ছাড়াও সিরিজ জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। জিম্বাবুয়েকে ২-১ এবং অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারালেও র‌্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হয়নি টাইগারদের। তবে পয়েন্ট বেড়েছিল। পরশু সন্ধ্যায় নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি জেতার পর পয়েন্ট বেড়েছে এবং এক ধাক্কায় তিন ধাপ এগিয়ে এখন ৭-এ বাংলাদেশ। টি-২০ ক্রিকেটে এখন পর্যন্ত এটাই বাংলাদেশের সেরা। সাতে উঠতে টাইগাররা পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে জয়ের পর টাইগারদের রেটিং পয়েন্ট এখন ২২ ম্যাচে ২৩৮। টাইগারদের উপরে ২৪০ পয়েন্ট নিয়ে ছয়ে অস্ট্রেলিয়া এবং পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ২৪৬। যদি ৫-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে, তাহলে  মাহমুদুল্লাদের রেটিং পয়েন্ট হবে ২৪৮। প্রোটিয়াসদের পেছনে ফেলে র‌্যাঙ্কিংয়ে পাঁচে উঠে যাবে মাহমুদুল্লাহ বাহিনী। ৪-১ ব্যবধানে জিতলে রেটিং পয়েন্ট হবে ২৪৬। তখন উঠবে ছয়ে। ৩-২ ব্যবধানে জিতলে রেটিং পয়েন্ট হবে ২৪১। তখনো অস্ট্রেলিয়াকে টপকে উঠে যাবে ছয়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর