টানা তিন সিরিজ জয়ে আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহরা। জয়ের এই অভ্যাস নিয়ে ৪ অক্টোবর টি-২০ বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সে পর্যন্ত টাইগার ক্রিকেটারদের বিশ্রাম। কোনো ধরনের খেলা নেই বলে কোচিং স্টাফদেরও ছুটি দেওয়া হয়েছে। হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ সব কোচ ঢাকা ছেড়ে ফিরে যাচ্ছেন নিজ নিজ দেশে। টি-২০ বিশ্বকাপ শুরুর আগে ওমানে টাইগারদের সঙ্গে যোগ দিবেন ডমিঙ্গো, ওটিস গিবসনরা। শুক্রবার রাতে ঢাকা ছাড়েন ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক। দুজনেই যাবেন দক্ষিণ আফ্রিকা। গত রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পেস বোলিং কোচ গিবসন, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিক লি ও ট্রেনার জুলিয়ান কেলাফতে। এক-দুদিনের মধ্যে ঢাকা ছাড়বেন স্পিন কোচ শ্রীলঙ্কার রঙ্গণা হেরাথ ও দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। কভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও ক্রিকেটারদের তিন দিন কোয়ারেন্টাইন করা লাগবে। কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নামবেন মাহমুদুল্লাহরা। যদিও বিমানে ওঠার আগে ও বিমান থেকে নেমে করোনা পরীক্ষার মুখে পড়তে হবে ক্রিকেটারদের। ১৭ অক্টোবর ওমানে প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। মাহমুদুল্লাহদের গ্রুপে রয়েছে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দুটি যথাক্রমে ১৯ ও ২১ অক্টোবর। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল খেলবে সুপার টুয়েলভে। সাদা চোখে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ভালো হয়েছে। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করে টাইগাররা। তিন দেশের ১৩ ম্য্যাচের বিপক্ষে ৯টি জিতেছেন মাহমুদুল্লাহরা। বিশ্বকাপের আগে বাংলাদেশের আর কোনো ম্যাচ বা সিরিজ নেই। তবে টি-২০ বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে টাইগাররা।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
ছুটিতে গেছেন ডমিঙ্গো
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর