টানা তিন সিরিজ জয়ে আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহরা। জয়ের এই অভ্যাস নিয়ে ৪ অক্টোবর টি-২০ বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সে পর্যন্ত টাইগার ক্রিকেটারদের বিশ্রাম। কোনো ধরনের খেলা নেই বলে কোচিং স্টাফদেরও ছুটি দেওয়া হয়েছে। হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ সব কোচ ঢাকা ছেড়ে ফিরে যাচ্ছেন নিজ নিজ দেশে। টি-২০ বিশ্বকাপ শুরুর আগে ওমানে টাইগারদের সঙ্গে যোগ দিবেন ডমিঙ্গো, ওটিস গিবসনরা। শুক্রবার রাতে ঢাকা ছাড়েন ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক। দুজনেই যাবেন দক্ষিণ আফ্রিকা। গত রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পেস বোলিং কোচ গিবসন, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিক লি ও ট্রেনার জুলিয়ান কেলাফতে। এক-দুদিনের মধ্যে ঢাকা ছাড়বেন স্পিন কোচ শ্রীলঙ্কার রঙ্গণা হেরাথ ও দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। কভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও ক্রিকেটারদের তিন দিন কোয়ারেন্টাইন করা লাগবে। কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নামবেন মাহমুদুল্লাহরা। যদিও বিমানে ওঠার আগে ও বিমান থেকে নেমে করোনা পরীক্ষার মুখে পড়তে হবে ক্রিকেটারদের। ১৭ অক্টোবর ওমানে প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। মাহমুদুল্লাহদের গ্রুপে রয়েছে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দুটি যথাক্রমে ১৯ ও ২১ অক্টোবর। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল খেলবে সুপার টুয়েলভে। সাদা চোখে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ভালো হয়েছে। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করে টাইগাররা। তিন দেশের ১৩ ম্য্যাচের বিপক্ষে ৯টি জিতেছেন মাহমুদুল্লাহরা। বিশ্বকাপের আগে বাংলাদেশের আর কোনো ম্যাচ বা সিরিজ নেই। তবে টি-২০ বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে টাইগাররা।
শিরোনাম
- ৫ দিনের রিমান্ডে ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা মাহফুজ
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক