টানা তিন সিরিজ জয়ে আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহরা। জয়ের এই অভ্যাস নিয়ে ৪ অক্টোবর টি-২০ বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সে পর্যন্ত টাইগার ক্রিকেটারদের বিশ্রাম। কোনো ধরনের খেলা নেই বলে কোচিং স্টাফদেরও ছুটি দেওয়া হয়েছে। হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ সব কোচ ঢাকা ছেড়ে ফিরে যাচ্ছেন নিজ নিজ দেশে। টি-২০ বিশ্বকাপ শুরুর আগে ওমানে টাইগারদের সঙ্গে যোগ দিবেন ডমিঙ্গো, ওটিস গিবসনরা। শুক্রবার রাতে ঢাকা ছাড়েন ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক। দুজনেই যাবেন দক্ষিণ আফ্রিকা। গত রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পেস বোলিং কোচ গিবসন, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিক লি ও ট্রেনার জুলিয়ান কেলাফতে। এক-দুদিনের মধ্যে ঢাকা ছাড়বেন স্পিন কোচ শ্রীলঙ্কার রঙ্গণা হেরাথ ও দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। কভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও ক্রিকেটারদের তিন দিন কোয়ারেন্টাইন করা লাগবে। কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নামবেন মাহমুদুল্লাহরা। যদিও বিমানে ওঠার আগে ও বিমান থেকে নেমে করোনা পরীক্ষার মুখে পড়তে হবে ক্রিকেটারদের। ১৭ অক্টোবর ওমানে প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। মাহমুদুল্লাহদের গ্রুপে রয়েছে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দুটি যথাক্রমে ১৯ ও ২১ অক্টোবর। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল খেলবে সুপার টুয়েলভে। সাদা চোখে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ভালো হয়েছে। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করে টাইগাররা। তিন দেশের ১৩ ম্য্যাচের বিপক্ষে ৯টি জিতেছেন মাহমুদুল্লাহরা। বিশ্বকাপের আগে বাংলাদেশের আর কোনো ম্যাচ বা সিরিজ নেই। তবে টি-২০ বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে টাইগাররা।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ