টানা তিন সিরিজ জয়ে আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহরা। জয়ের এই অভ্যাস নিয়ে ৪ অক্টোবর টি-২০ বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সে পর্যন্ত টাইগার ক্রিকেটারদের বিশ্রাম। কোনো ধরনের খেলা নেই বলে কোচিং স্টাফদেরও ছুটি দেওয়া হয়েছে। হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ সব কোচ ঢাকা ছেড়ে ফিরে যাচ্ছেন নিজ নিজ দেশে। টি-২০ বিশ্বকাপ শুরুর আগে ওমানে টাইগারদের সঙ্গে যোগ দিবেন ডমিঙ্গো, ওটিস গিবসনরা। শুক্রবার রাতে ঢাকা ছাড়েন ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক। দুজনেই যাবেন দক্ষিণ আফ্রিকা। গত রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পেস বোলিং কোচ গিবসন, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিক লি ও ট্রেনার জুলিয়ান কেলাফতে। এক-দুদিনের মধ্যে ঢাকা ছাড়বেন স্পিন কোচ শ্রীলঙ্কার রঙ্গণা হেরাথ ও দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। কভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও ক্রিকেটারদের তিন দিন কোয়ারেন্টাইন করা লাগবে। কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নামবেন মাহমুদুল্লাহরা। যদিও বিমানে ওঠার আগে ও বিমান থেকে নেমে করোনা পরীক্ষার মুখে পড়তে হবে ক্রিকেটারদের। ১৭ অক্টোবর ওমানে প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। মাহমুদুল্লাহদের গ্রুপে রয়েছে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দুটি যথাক্রমে ১৯ ও ২১ অক্টোবর। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল খেলবে সুপার টুয়েলভে। সাদা চোখে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ভালো হয়েছে। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করে টাইগাররা। তিন দেশের ১৩ ম্য্যাচের বিপক্ষে ৯টি জিতেছেন মাহমুদুল্লাহরা। বিশ্বকাপের আগে বাংলাদেশের আর কোনো ম্যাচ বা সিরিজ নেই। তবে টি-২০ বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে টাইগাররা।
শিরোনাম
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
ছুটিতে গেছেন ডমিঙ্গো
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর