শিরোনাম
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বিকেএসপিতে মুশফিকের নিবিড় অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক

বিকেএসপিতে মুশফিকের নিবিড় অনুশীলন

পারিবারিক কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ খেলেননি। কোয়ারেন্টাইন ইস্যুতে ঘরের মাঠে  খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজে জয়ের ম্যাচগুলো খেলেছেন। কিন্তু পারফরম্যান্স আহামরি ছিল না। ১৭ অক্টোবর শুরু টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ভরসা মুশফিকুর রহিম। স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথম রাউন্ডের খেলাগুলো জিততে সচল থাকতে হবে অভিজ্ঞ মুশফিকের ব্যাট। দেশের অন্যতম সেরা ব্যাটসম্যানও জানেন সেটা। যদিও ইদানীং তার পারফরম্যান্স ভালো যাচ্ছে না। দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার চাইছেন ছন্দে ফিরতে। তাই ফিরে গেছেন শৈশব ও কৈশোরের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতে। সেখানে তিন দিন নিবিড় অনুশীলন করবেন। ব্যাটিংয়ের ভুল ত্রুটিগুলো শুধরাতে শরণাপন্ন হয়েছেন ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিমের কাছে। নিজের অফিশিয়াল ফেইসবুক পেজে একটি ছবিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তিনি মনোযোগ সহকারে ফাহিমের কথা শুনছেন।

শুধু মুশফিক নন, বিভিন্ন সময়ে সাকিব আল হাসানকেও শরণাপন্ন হতে দেখা গেছে ফাহিমের। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার সময় সাকিব বিকেএসপিতে অনুশীলন করেছেন ফাহিমের কাছে। মুশফিক তিন দিনের অনুশীলনে নতুন কিছু শটস খেলার বিষয়ে ফাহিমের কাছে অনুশীলন করছেন। ছবি পোস্ট করে ক্যাপশন লিখেছেন, ‘ফিরে ভালো লাগছে, যেখানে আমার ঠিকানা। বিকেএসপি আমার ঘর।’ দেশের অন্যতম সেরা ব্যাটসম্যানের ফর্ম ভালো যাচ্ছে না।

সর্বশেষ খবর