শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সাদিদে মুগ্ধ শচীন

রাহাত খান, বরিশাল

সাদিদে মুগ্ধ শচীন

মাত্র ছয় বছর বয়সে ক্রিকেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে বরিশালের খুদে ক্রিকেটার আসাদুজ্জামান সাদিদ। তার জাদুকরী লেগ স্পিন বোলিং নজরে পড়েছে ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারের। খুদে সাদিদের বোলিং নৈপুণ্য নিজের ভেরিফায়েড টুইটারে পোস্ট করেছেন বিশ্বসেরা ক্রিকেটার শচীন। টেন্ডুলকারের ওই পেজে খুদে ক্রিকেটার সাদিদের বোলিং দেখে মুগ্ধ হয়ে আশাব্যাঞ্জক কমেন্টস করেছেন বিশ্বের কয়েকজন খ্যাতনামা ক্রিকেটারও। তাকে দেখতে আসছেন দূর-দূরান্তের মানুষ। বড় হয়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চায় সে। সাদিদের এই নৈপুণ্যে খুশি তার পরিবারও। এ ধারাবাহিকতা বজায় রাখতে চান তারা।

সাদিদ থাকে বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ডের মহাবাজ এলাকায় নানা অবসরপ্রাপ্ত সহকারী পোস্ট মাস্টার মো. লতিফুর রহমানের বাড়িতে। বাড়ি-সংলগ্ন উলালঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র  সে। তার মা গৃহিণী। বাবা থেকেও নেই। ২০১৫ সালের ডিসেম্বরে সাদিদের জন্ম হয়। এর মাস ছয়েক পর তার মা জুম্মাতুন্নেছার সঙ্গে বাবা সৌদি প্রবাসী ঝালকাঠীর মনিরুজ্জামান সুমনের বিচ্ছেদ হয়। এরপর থেকে নানার বাড়িতেই বেড়ে উঠছে সাদিদ। তার এক মামা সিরাজুল ইসলাম শুভর স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হয়ে জাতীয় দলে খেলা। কিন্তু আর্থ-সামাজিক নানা কারণে তা হয়ে ওঠেনি। এ কারণে নিজের স্বপ্নের জাল বুনছেন ভাগ্নে সাদিদকে ঘিরে। মাত্র তিন বছর বয়স থেকেই ক্রিকেটের প্রতি বাড়তি আকর্ষণ সাদিদের। করোনাকালে বদ্ধজীবনে নিজ বাড়ির আঙিনায় নিজের ভাগ্নেকে ঝালিয়ে নেন শুভ। একই রিস্টে লেগ স্পিন এবং গুগলি বল করে ব্যাটসম্যানদের একের পর এক বোকা বানাচ্ছে খুদে সাদিদ। ব্যাটিংও করে মারকুটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর