শিরোনাম
শনিবার, ২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সোহেল ও ইয়াসিন বসুন্ধরা কিংসে

ক্রীড়া প্রতিবেদক

সোহেল ও ইয়াসিন বসুন্ধরা কিংসে

পেশাদার ফুটবল লিগ ও ফেডারেশন কাপে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। বসুন্ধরা কিংস তা কাজে লাগাতে চায়। আসন্ন মৌসুমে তাই সে মানেরই দল গড়ছে জনপ্রিয় ক্লাবটি। অভিষেক আসর থেকেই তারকানির্ভর দল গড়ছে কিংস। ফুটবলে কিংয়ের খেতাব ধরেও রেখেছে। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ঢাকার দুই জায়ান্ট আবাহনী ও মোহামেডানের ফেডারেশন কাপ ও লিগে হ্যাটট্রিক শিরোপা জিতেছে। এবার পালা বসুন্ধরা কিংসের। গতবারের পরীক্ষিত ফুটবলারদের ধরে রাখার পাশাপাশি গেল মৌসুমে যাদের পারফরম্যান্স ছিল নজরকাড়া তাদেরও দলে ভিড়াচ্ছে ফুটবল কিং বসুন্ধরা কিংস।

ক্লাব সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমাদের ঘর গোছানোর কাজ প্রায় শেষ। ভালো মানেরই খেলোয়াড় সংগ্রহ করা হয়েছে। মাঠে কতটা ভালো করবে সেটাই দেখার বিষয়। কারা কারা আসছে তা নিয়ে পুরোপুরি মুখ খোলেননি কিংস সভাপতি। তবে দুজনার কথা বলেছেন। একজন আবাহনী সোহেল রানা আরেক জন সাইদ স্পোটিংয়ের ইয়াসিন আরাফাত। যিনি সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে সমতা সূচক গোল করেন। এবারও কিংসের কোচ থাকছেন অস্কার ব্রুজোন।

সর্বশেষ খবর