শনিবার, ২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ইতিহাস গড়ল নামিবিয়া

ক্রীড়া প্রতিবেদক

সুপার টুয়েলভে খেলার সুযোগ ছিল দুই দলেরই। শ্রীলঙ্কার পর সঙ্গী হয়ে সুপার টুয়েলভে খেলার স্বপ্ন নিয়ে নামিবিয়া ও আয়ারল্যান্ড মুখোমুখি হয়েছিল শারজায়। গতকালের লড়াইয়ে ৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয়ে প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলবে নামিবিয়া। সুপার টুয়েলভে নামিবিয়া খেলবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে। অবশ্য আফ্রিকা মহাদেশের দলটি এর আগে আরও একবার বিশ্বকাপ খেলেছিল। ২০০৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপ খেলে ৬ ম্যাচের সবগুলোতেই হেরেছিল। প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রান। সর্বোচ্চ ৩৮ রান করেন ওপেনার পল স্টার্লিং ২৪ বলে ৫ চার ও এক ছক্কায়। কেভিন ও’ব্রেইন ২৫, অধিনায়ক এন্ড্রু বালবার্নি করেন ২১ রান। নামিবিয়ার পক্ষে জ্যান ফ্রাইলিঙ্ক ২১ রানে ৩টি ও ম্যাচসেরা ডেভিস ওয়েইজ ২২ রানের খরচে নেন ২ উইকেট। ১২৬ রানের টার্গেটে ১৮.৩ ওভারেই নামিবিয়া পৌঁছে যায় জয়ের বন্দরে অধিনায়ক এরামুসের ৪৯ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংসে। এ ছাড়া জেন গ্রিন ২৪ ও ওয়েইজ ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ১৪ বলে ১ চার ২ ছক্কায়।

 

গ্রুপ : বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

গ্রুপবি : ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড

 

স্কোর কার্ড

আয়ারল্যান্ড : ১২৫/৮, ২০ ওভার (স্টারলিং ৩৮; ফ্রাইলিঙ্ক ৩/২১)।

নামিবিয়া : ১২৬/২, ১৮.৩ ওভার (এরাসমুস ৫৩*)।

ফল : নামিবিয়া৮ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : ডেভিড ওয়েইজ (নামিবিয়া)।

নেদারল্যান্ডস: ৪৪/১০, ১০ ওভার (লাহিরু কুমারা ৩/৭)।

শ্রীলঙ্কা: ৪৫/২, ৭.১ ওভার (কুশল পেরেরা ৩৩*)।

ফল : শ্রীলঙ্কা ৮উইকেটে জয়ী। ম্যাচসেরা : লাহিরু কুমারা।     

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর