মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

লিটনের জরিমানা

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা ম্যাচটি ভালো যায়নি লিটন দাসের। ব্যাটিংয়ে খেলতে পারেননি লম্বা ইনিংস। সাজঘরে ফিরেন মাত্র ১৫ রানে। ফিল্ডিংয়েও ছিলেন যাচ্ছেতাই। দুটি সহজ ক্যাচ মিস করেন। যার খেসারত গুনছে বাংলাদেশ। জয়ের পথে হাঁটতে হাঁটতে দুটি ক্যাচ মিসে টাইগাররা হেরেছে ৭ বল আগে ৫ উইকেটে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ইনিংসের পঞ্চম ওভারে আউট হয়ে সাজঘরে ফেরার পথে লিটন শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাহিরু কুমারার সঙ্গে বচসায় লিপ্ত হন। যার খেসারত গুনেছেন তিনি। আইসিসির আচরণবিধি ভঙের শাস্তি পেয়েছেন টাইগার ওপেনার। অবশ্য শাস্তি পেয়েছেন লঙ্কান ফাস্ট বোলার লাহিরু কুমারাও। আইসিসি দুজনকে শাস্তি দিয়েছেন ম্যাচ ফি থেকে অর্থ কেটে। আইসিসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লিটনকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ। কুমারাকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ২৫ শতাংশ। এছাড়া দুই ক্রিকেটারের নামের পাশেই যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। দুই ক্রিকেটারের বিপক্ষে অভিযোগ আনেন ম্যাচের চার আম্পায়ার। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের কাছে নিজেদের দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন দুজনই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর