মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সেমিফাইনালে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

সেমিফাইনালে ইংল্যান্ড

প্রথম দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। গতকাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সুপার টুয়েলভের ম্যাচে ২৬ রানে শ্রীলঙ্কাকে হারায় ইংলিশরা। এটা মরগান বাহিনীর টানা চতুর্থ জয়। চার ম্যাচে টানা তিন হারে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে শ্রীলঙ্কা। সেঞ্চুরি করতে দরকার ছিল ৫ রান। বল বাকি একটি। ইনিংস ও চামিরার ওভারের শেষ বলে ডিপ স্কয়ার লেগে ছক্কা হাঁকিয়ে ইংল্যান্ডের ওপেনার জশ বাটলার তিন অঙ্কের জাদুকরী ইনিংস লিখেন শারজাহতে। ৮৬ ম্যাচ টি-২০ ক্যারিয়ারে এটা বাটলারের প্রথম এবং চলতি বিশ্বকাপেও প্রথম সেঞ্চুরি। শুধু সেঞ্চুরি নয়, বাটলার দিনটি নিজের করে নেন রেকর্ড বুকে নাম লিখে। দলনায়ক ইউয়ান মরগানের পর দ্বিতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে দুই হাজারি ক্লাবের মাইলফলক গড়েন বাটলার। ৬৭ বলে ১০১ রানের অপরাজিত ইনিংসের পর বাটলারের রান এখন ৮৬ ম্যাচে ২০৮৫।  মরগানের রান ১১১ ম্যাচে ২৪০৭। সবচেয়ে বেশি রান ভারতের বিরাট কোহলির ৯২ ম্যাচে ৩২২৫। টস হেরে ধীরলয়ে শুরু ছিল ইংলিশদের। পাওয়ার প্লের ৬ ওভারে রান ছিল ৩ উইকেটে ৩৬। ১০ ওভারে ৪৭। চতুর্থ উইকেট জুটিতে বাটলার ও মরগানের ১৩ ওভারে ১১২ রান যোগে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৬৩ রান। শেষ ১০ ওভারে ইংলিশদের সংগ্রহ ১১৬ রান। সেমির আশা টিকিয়ে রাখতে শ্রীলঙ্কার টার্গেট ১৬৪। দ্বীপরাষ্ট্রের ইনিংস শেষ হয় ১৩৭ রানে।

 

স্কোর কার্ড

ইংল্যান্ড : ১৬৩/৪, ২০ ওভার (জশ বাটলার ১০১*। হাসারাঙ্গা ৩/২১)

শ্রীলঙ্কা : ১৩৭/১০, ১৯ ওভার (হাসারাঙ্গা ৩৪। আদিল রশিদ ২/১৯)

ফল : ইংল্যান্ড ২৬ রানে জয়ী। ম্যাচ সেরা : জশ বাটলার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর