মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ড্র করলেই ফাইনালে জামালরা

ক্রীড়া প্রতিবেদক

প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে চার জাতি ফুটবল টুর্নামেন্টে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগের দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা জামালরা ড্র করলেই ফাইনাল খেলবেন। তবে ড্র নয়, জয় নিয়েই ফাইনাল খেলা নিশ্চিত করতে চায় বাংলাদেশ। আজ অপর ম্যাচে মুখোমুখি হচ্ছে সিশেলস ও মালদ্বীপ। সিশেলস ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দুইয়ে আছে। ড্র করলেই তারা ফাইনাল খেলবে। মালদ্বীপ ও শ্রীলঙ্কার সামনে আজ জয়ের কোনো বিকল্প নেই। রাউন্ড রবিনপর্বে ৪ পয়েন্ট করে সংগ্রহ করে ফাইনালে খেলার পথে এগিয়ে আছে বাংলাদেশ ও সিশেলস। ১ পয়েন্ট করে সংগ্রহ করা মালদ্বীপ ও শ্রীলঙ্কারও সুযোগ আছে। বাংলাদেশের সামনে সমীকরণ বেশ সহজ। একটা পয়েন্ট পেলেই হয়। অবশ্য টিম ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বললেন, জিতেই ফাইনালে যাওয়ার লক্ষ্য তাদের। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমরা সমীকরণের মধ্যে যাচ্ছি না। শ্রীলঙ্কার বিপক্ষে সামনের ম্যাচে আমাদের একটাই লক্ষ্য, তাদের বিপক্ষে জিতে ফাইনাল খেলা। আমরা যেন শ্রীলঙ্কাকে হারাতে পারি, ফাইনাল খেলতে পারি, সে লক্ষ্য নিয়েই মাঠে নামব।’

 

সর্বশেষ খবর