বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সৌম্যর দুরন্ত সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

সৌম্যর দুরন্ত সেঞ্চুরি

টি-২০ বিশ্বকাপে পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। বাজে পারফরম্যান্সের জন্য ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পাননি সৌম্য সরকার। নেওয়া হয়নি নিউজিল্যান্ড সফরেও। জাতীয় দল এখন নিউজিল্যান্ডে। জাতীয় দলে খেলা অপরাপর ক্রিকেটাররা অংশ নিচ্ছেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে গতকাল ওয়ালটন কেন্দ্রীয় অঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন সৌম্য। বাঁ হাতি ড্যাসিং ক্রিকেটার সৌম্য প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করেন ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের পর। হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সেবার সেঞ্চুরি করেছিলেন সৌম্য। পরের ৩৩ মাস ছিলেন তিন অঙ্কের রানের বাইরে। গতকাল উত্তরাঞ্চলের বিপক্ষে তৃতীয় দিন শেষে অপরাজিত রয়েছেন ১০৪ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তার চতুর্থ সেঞ্চুরি। এই ম্যাচে কেন্দ্রীয় অঞ্চলের পক্ষে দ্বিতীয় দিন উদ্বোধনী জুটিতে ৩২৭ রান করে রেকর্ড গড়তে পারেনি মোহাম্মদ মিথুন ও মিজানুর রহমান। তিন সেঞ্চুরিতে কেন্দ্রীয় অঞ্চল ৩ উইকেটে ৫৬৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ৫ উইকেটে ১৭২ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। আজ শেষ দিন হাতে ৪ উইকেট নিয়ে ১৭২ রানে পিছিয়ে ব্যাটিংয়ে নামবে উত্তরাঞ্চল। সৌম্য প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ১০১৮ দিন আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। খেলেছিলেন ১৪৯ রানের ইনিংস। বিসিএলে সেঞ্চুরি একটি এবং জাতীয় ক্রিকেটে সেঞ্চুরি দুটি। রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে ১৫৮ রানের ইনিংস খেলেছেন দক্ষিণাঞ্চলের জাকির হাসান। তার সেঞ্চুরিতে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংসে সংগ্রহ ৪২৯ রান। প্রথম ইনিংসে পূর্বাঞ্চল করেছিল ২৭০ রান। ১৫৯ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯৫ রান করেছে পূর্বাঞ্চল। ৭৫ রানে ব্যাট করছেন আফিফ হোসেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর