টি-২০ বিশ্বকাপে পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। বাজে পারফরম্যান্সের জন্য ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পাননি সৌম্য সরকার। নেওয়া হয়নি নিউজিল্যান্ড সফরেও। জাতীয় দল এখন নিউজিল্যান্ডে। জাতীয় দলে খেলা অপরাপর ক্রিকেটাররা অংশ নিচ্ছেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে গতকাল ওয়ালটন কেন্দ্রীয় অঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন সৌম্য। বাঁ হাতি ড্যাসিং ক্রিকেটার সৌম্য প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করেন ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের পর। হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সেবার সেঞ্চুরি করেছিলেন সৌম্য। পরের ৩৩ মাস ছিলেন তিন অঙ্কের রানের বাইরে। গতকাল উত্তরাঞ্চলের বিপক্ষে তৃতীয় দিন শেষে অপরাজিত রয়েছেন ১০৪ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তার চতুর্থ সেঞ্চুরি। এই ম্যাচে কেন্দ্রীয় অঞ্চলের পক্ষে দ্বিতীয় দিন উদ্বোধনী জুটিতে ৩২৭ রান করে রেকর্ড গড়তে পারেনি মোহাম্মদ মিথুন ও মিজানুর রহমান। তিন সেঞ্চুরিতে কেন্দ্রীয় অঞ্চল ৩ উইকেটে ৫৬৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ৫ উইকেটে ১৭২ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। আজ শেষ দিন হাতে ৪ উইকেট নিয়ে ১৭২ রানে পিছিয়ে ব্যাটিংয়ে নামবে উত্তরাঞ্চল। সৌম্য প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ১০১৮ দিন আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। খেলেছিলেন ১৪৯ রানের ইনিংস। বিসিএলে সেঞ্চুরি একটি এবং জাতীয় ক্রিকেটে সেঞ্চুরি দুটি। রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে ১৫৮ রানের ইনিংস খেলেছেন দক্ষিণাঞ্চলের জাকির হাসান। তার সেঞ্চুরিতে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংসে সংগ্রহ ৪২৯ রান। প্রথম ইনিংসে পূর্বাঞ্চল করেছিল ২৭০ রান। ১৫৯ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯৫ রান করেছে পূর্বাঞ্চল। ৭৫ রানে ব্যাট করছেন আফিফ হোসেন।
শিরোনাম
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
সৌম্যর দুরন্ত সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
