টি-২০ বিশ্বকাপে পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। বাজে পারফরম্যান্সের জন্য ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পাননি সৌম্য সরকার। নেওয়া হয়নি নিউজিল্যান্ড সফরেও। জাতীয় দল এখন নিউজিল্যান্ডে। জাতীয় দলে খেলা অপরাপর ক্রিকেটাররা অংশ নিচ্ছেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে গতকাল ওয়ালটন কেন্দ্রীয় অঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন সৌম্য। বাঁ হাতি ড্যাসিং ক্রিকেটার সৌম্য প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করেন ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের পর। হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সেবার সেঞ্চুরি করেছিলেন সৌম্য। পরের ৩৩ মাস ছিলেন তিন অঙ্কের রানের বাইরে। গতকাল উত্তরাঞ্চলের বিপক্ষে তৃতীয় দিন শেষে অপরাজিত রয়েছেন ১০৪ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তার চতুর্থ সেঞ্চুরি। এই ম্যাচে কেন্দ্রীয় অঞ্চলের পক্ষে দ্বিতীয় দিন উদ্বোধনী জুটিতে ৩২৭ রান করে রেকর্ড গড়তে পারেনি মোহাম্মদ মিথুন ও মিজানুর রহমান। তিন সেঞ্চুরিতে কেন্দ্রীয় অঞ্চল ৩ উইকেটে ৫৬৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ৫ উইকেটে ১৭২ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। আজ শেষ দিন হাতে ৪ উইকেট নিয়ে ১৭২ রানে পিছিয়ে ব্যাটিংয়ে নামবে উত্তরাঞ্চল। সৌম্য প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ১০১৮ দিন আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। খেলেছিলেন ১৪৯ রানের ইনিংস। বিসিএলে সেঞ্চুরি একটি এবং জাতীয় ক্রিকেটে সেঞ্চুরি দুটি। রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে ১৫৮ রানের ইনিংস খেলেছেন দক্ষিণাঞ্চলের জাকির হাসান। তার সেঞ্চুরিতে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংসে সংগ্রহ ৪২৯ রান। প্রথম ইনিংসে পূর্বাঞ্চল করেছিল ২৭০ রান। ১৫৯ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯৫ রান করেছে পূর্বাঞ্চল। ৭৫ রানে ব্যাট করছেন আফিফ হোসেন।
শিরোনাম
- ৫ দিনের রিমান্ডে ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা মাহফুজ
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক