বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বড় মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ

ক্রীড়া প্রতিবেদক

বড় মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ

এক দিন পরই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। করোনা মহামারির মধ্যেও দেশের ক্রিকেটে বসছে তারকাদের মিলনমেলা। স্থানীয় তরুণ ক্রিকেটারদের জন্য এটা দারুণ সুযোগ। জাতীয় দলে সুযোগ পাওয়ার আগেই তারা বড় বড় তারকার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ পাচ্ছেন। তাদের শেখার থাকছে অনেক কিছু।

এমন একটি আসরের মধ্য দিয়ে জাতীয় দলও নতুন কিছু ক্রিকেট পাবে বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিপিএলে এবার তিনি ফরচুন বরিশালের নেতৃত্ব দেবেন। গতকাল ফ্র্যাঞ্চাইজি ক্লাবটির জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিব বলেন, ‘দেশের ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ, বড় একটা মঞ্চ নিজেদের মেলে ধরার ও পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়ার। আমি বিশ্বাস করি, এখান থেকে দুই কিংবা তিনজন নতুন ক্রিকেটার পাব আমরা, যারা টি-২০ ফরম্যাটে অন্তত জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারবে।’

বিপিএলের আগের আসরগুলোতে একাদশে ৪-৫ জন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ ছিল। এবার সেই কোটা কমিয়ে আনা হয়েছে। মাত্র তিনজন বিদেশি ক্রিকেটার একাদশে খেলার সুযোগ পাবেন। স্থানীয় তরুণ ক্রিকেটারদের খেলার সুযোগটা বেড়ে গেছে। সাকিব বলেন, ‘নতুন ক্রিকেটারদের পারফর্ম করে জাতীয় দলে আসার জন্য ভালো একটি প্ল্যাটফরম এটি, যেখানে তারা পারফর্ম করে জাতীয় দলে আসতে পারে। কিংবা এখন জাতীয় দলে সুযেগা না হলেও তারা বিপিএলের অভিজ্ঞতা দিয়ে নিজেদের এমন একটি পর্যায়ে নিতে পারে, যেখান থেকে জাতীয় দলে আসার মতো অবস্থায় যেতে পারে।’

সর্বশেষ খবর