বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত জয় পেয়েছে ব্রাজিল। চিলিকে নিজেদের মাটিতে তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। দুটি পেনাল্টি থেকে একটি করে গোল করেন নেইমার ও ফিলিপ কটিনহো। এ ছাড়া একটি করে গোল করেন ভিনিশাস জুনিয়র ও রিচার্লিসন। দারুণ এ জয়ে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার শীর্ষেই রইল। ১৭ ম্যাচে ১৯ পয়েন্ট সংগ্রহ করা চিলির বিশ্বকাপ অনিশ্চিত হয়ে গেল। লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের বাধা পাড়ি দিয়েছে উরুগুয়ে। লুইস সুয়ারেজদের দল বৃহস্পতিবার পেরুকে ১-০ গোলে হারিয়েছে। ম্যাচের ৪২ মিনিটে উরুগুয়ের পক্ষে গোলটি করেন গিওর্গিয়ান অ্যারাসকেটা। এ জয়ে ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট সংগ্রহ করে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করল উরুগুয়ে। লাতিন অঞ্চল থেকে একইদিনে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ইকুয়েডরও।
তারা প্যারাগুয়ের কাছে ৩-১ গোলে হেরেছে। তবে চিলি ও পেরু পরাজিত হওয়ায় ইকুয়েডরের বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে। কাতার বিশ্বকাপে ল্যাটিন অঞ্চলের ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গী হলো উরুগুয়ে ও ইকুয়েডর। এবার প্লে-অফের জন্য লড়াই করবে পেরু (২১ পয়েন্ট), কলম্বিয়া (২০ পয়েন্ট) ও চিলি (১৯ পয়েন্ট)। এদের মধ্যে কলম্বিয়ার সুযোগই সবচেয়ে বেশি। তারা শেষ ম্যাচে সহজ প্রতিপক্ষ ভেনেজুয়েলার মুখোমুখি হবে। প্লে-অফ নিশ্চিত হলে এশিয়ান অঞ্চলের চতুর্থ রাউন্ডে বিজয়ী দলের সঙ্গে ইন্টার কন্টিনেন্টাল প্লে-অফ খেলতে হবে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার জন্য।
বিশ্বকাপ বাছাই পর্ব
ইতালি ০-১ নর্থ মেসিডোনিয়া
ব্রাজিল ৪-০ চিলি
কলম্বিয়া ৩-০ বলিভিয়া
প্যারাগুয়ে ৩-১ ইকুয়েডর
উরুগুয়ে ১-০ পেরু
পর্তুগাল ৩-১ তুরস্ক
সুইডেন ১-০ চেক প্রজাতন্ত্র
ওয়েলস ২-১ অস্ট্রিয়া
পানামা ১-১ হন্ডুরাস
মেক্সিকো ০-০ যুক্তরাষ্ট্র
কোস্টারিকা ১-০ কানাডা
দক্ষিণ কোরিয়া ২-০ ইরান
ইরাক ১-০ আরব আমিরাত
চীন ১-১ সৌদি আরব
জ্যামাইকা ১-১ এল সালভাদর