শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বাফুফের কাণ্ড!

ক্রীড়া প্রতিবেদক

যে রেফারিকে শাস্তি দেওয়ার দাবি উঠেছে। তাকেই কিনা ফিফা টায়ার-১ আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব দেওয়া হয়। আলোচিত ও বিতর্কিত এ রেফারির নাম বিটুরাজ। যিনি রাজশাহীতে পেশাদার লিগে পুলিশ ও শেখ রাসেল ক্রীড়াচক্রের ম্যাচ পরিচালনা করেন। ম্যাচে শেখ রাসেল এগিয়ে থাকলেও দ্বিতয়ার্ধে বিতর্কিত পেনাল্টি দিলে পুলিশ সমতায় ফেরে। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। শেখ রাসেলের পরিচালকরা বিটুরাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীর হাতে তুলে দেন। তাদের দাবি ছিল বিটুরাজকে শাস্তি দিতে হবে। তা না হলে শেখ রাসেল লিগ খেলবে কি না তা ভেবে দেখবে।

সালাউদ্দিন আশ্বাসও দিয়েছিলেন তদন্ত করে দেখবেন রেফারি সেদিন ম্যাচে পক্ষপাতিত্বের আশ্রয় নিয়েছিল কি না। যতদূর জানা যায়, এ নিয়ে এখন পর্যন্ত কোনো তদন্তই হয়নি। অথচ বাফুফে সবাইকে অবাক করে বিটুরাজকে বাঁশি বাজানোর দায়িত্ব দেয়। যার বিরুদ্ধে অভিযোগ তাকে শাস্তির বদলে পুরস্কৃত করা হলো কি না এ নিয়ে প্রশ্নও উঠেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর