শিরোনাম
সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

মাঠে নামলেই কিংসের কিংসলের ইতিহাস

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নাগরিকত্ব পাওয়া কোনো ফুটবলার আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। ইতিহাস শুধু কিংসলের নয়, কলকাতা জয় করে ইতিহাস গড়তে চান রবসন, জিকোরা।

ক্রীড়া প্রতিবেদক

মাঠে নামলেই কিংসের কিংসলের ইতিহাস

পেশাদার ফুটবল লিগ দীর্ঘ সময়ে বন্ধ রয়েছে। এর মধ্যে ফুটবলাররা বসে থাকবে না। মাঠের লড়াইয়ে ব্যস্ত থাকবে। ১৮ মে কলকাতায় শুরু হচ্ছে এএফসি কাপ। যেখানে অংশ নেবে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এরপর জাতীয় দল ইন্দোনোশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ ও মালয়েশিয়ায় এশিয়া কাপ বাছাইপর্বে অংশ নেবে। তবে দেশের ফুটবলপ্রেমীদের আগ্রহ থাকবে এএফসি কাপ ঘিরেই। বসুন্ধরা কিংস কলকাতা জয় করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে এ প্রত্যাশা সবারই। সেই সামর্থ্য পুরোপুরি কিংসের রয়েছে। আসরে এ টি কে মোহনবাগান, কেরালা গোকুলাম ও মার্জিয়া নিঃসন্দেহে শক্তিশালী দল। তারপরও যে মানের দল তাতে গ্রুপ সেরা হওয়াটা কঠিন কিছু নয়।

অভিষেকের পর টানা দুইবার লিগ জিতে ইতিহাস গড়েছে কিংস। তবে দেশ ছাড়িয়ে সাফল্য পেতে চায় আন্তর্জাতিক ফুটবলেও। আসলে বসুন্ধরার কপাল মন্দই বলা যায়। এএফসির কাপে প্রথমবার খেলতে নেমে প্রথম ম্যাচেই গোলের বন্যায় ভাসিয়ে দেয় প্রতিপক্ষকে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার উজ্বল সম্ভাবনা ছিল। করোনায় টুর্নামেন্ট বাতিল হওয়ায় আশা শেষ হয়ে যায়। মালদ্বীপে বিতর্কিত রেফারিংয়ে স্বপ্ন ভেঙে যায়। তবে এএফসি কাপে এখনো অপরাজিত বাংলাদেশের ফুটবল কিং বসুন্ধরা কিংস।

তৃতীয় বারের মতো আসরে মাঠে নামতে অস্কার ব্রুজোনের শিষ্যরা এখন কলকাতায়। অনুশীলনেও নেমে পড়েছে। শনিবার গোকুলামের খেলাও দেখেছেন রবসনরা। এবার প্রথমবারের মতো এএফসি কাপে দলভুক্ত হয়েছেন এলিটা কিংসলে। সেরা একাদশ ও বদলি হিসেবে মাঠে নামলেও ইতিহাস গড়বেন কিংসের কিংসলে। কেননা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নাগরিকত্ব পাওয়া কোনো ফুটবলার আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। ইতিহাস শুধু কিংসলের নয়, কলকাতা জয় করে ইতিহাস গড়তে চান রবসন, জিকোরা।

সর্বশেষ খবর