রবিবার, ১২ জুন, ২০২২ ০০:০০ টা

ঝুলে থাকল আজমপুর

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়ে আগামী মৌসুমে পেশাদার লিগ আগেই নিশ্চিত করেছিল ফর্টিজ ক্লাব। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফর্টিজের সঙ্গে নফেল ড্র করলে আজমপুর ফুটবল ক্লাবের রানার্সআপ নিশ্চিত হয়। তারাও পেশাদার লিগে উঠেছে। কিন্তু লিগ কমিটি এখনো তাদের রানার্স আপ ঘোষণা দিচ্ছে না। ফিক্সিংয়ের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। সেই তদন্ত মাঝপথে থেমে আছে। বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আজমপুরের রানার্সআপের বিষয়টি ঝুলে থাকবে।

প্রশ্ন উঠেছে এবার চ্যাম্পিয়ন্স লিগে স্পট ফিক্সিং ঘিরে অভিযোগের শেষ ছিল না। তারপরও তদন্ত ছাড়া অভিযুক্ত ক্লাবগুলোকে দ্বিতীয় লেগে খেলতে অনুমতি দিল কেন? আজমপুর রানার্স আপের দিন সেই তদন্ত নিয়ে নতুন করে প্রশ্ন জাগবে কেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর