মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ০০:০০ টা
বসুন্ধরায় বসুন্ধরা ডার্বি

মুন্সীগঞ্জে কিংসের লড়াই

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ ৩৯ দিন পর টিভিএস পেশাদার ফুটবল লিগ আজ মাঠে ফিরছে। লিগ বন্ধ থাকলেও অনেক খেলোয়াড়ই ম্যাচেই ছিলেন। বসুন্ধরা কিংস বিরতির মধ্যে কলকাতায় এএফসি কাপ খেলে। জাতীয় দলও মালয়েশিয়ায় খেলে এশিয়ান কাপ বাছাই পর্বে। ১৩ মে হয় ১৫তম রাউন্ডের খেলা। দুই লেগ মিলিয়ে আজ ১৬তম রাউন্ড মাঠে গড়াচ্ছে। হ্যাটট্রিক শিরোপা প্রত্যাশী বসুন্ধরা কিংস মুন্সীগঞ্জে শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডর্সের বিপক্ষে লড়বে। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচের সিডিউল থাকলেও বন্যার কারণে সেখানে ম্যাচ আয়োজন করা সম্ভব নয়।

ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারিনায় টেবিলে তৃতীয় স্থানে থাকা শেখ জামাল ধানমন্ডি অ্যাওয়ে ম্যাচ খেলবে শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেঝ ও কনিষ্ঠ পুত্রের নামকরণে দুই ক্লাব। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় দুই ক্লাব পরিচালিত হচ্ছে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান শেখ রাসেলের চেয়ারম্যান। অন্যদিকে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান সভাপতির দায়িত্বে আছেন শেখ জামালের। ম্যাচটি তাই বসুন্ধরা ডার্বি হিসেবে পরিচিতি লাভ করেছে। ম্যাচটি হবে বসুন্ধরা কিংস অ্যারিনায়।

১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে অস্কারের কিংস। ঢাকা আবাহনী ৩২ নিয়ে দুইয়ে। ৩০ পয়েন্টে শেখ জামাল তৃতীয় স্থানে। দ্বিতীয় লেগে সাইফ স্পোর্টিং দারুণ খেলে ২৭ পয়েন্টে চারে উঠে এসেছে। চট্টগ্রাম আবাহনী ২৬ ও মোহামেডানের ২২ পয়েন্ট। অবশ্য দ্বিতীয় লেগে শেখ রাসেলও উজ্জীবিত। ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তারা আট নম্বরে রয়েছে। ভালো খেলায় খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়েছে ক্লাব চেয়ারম্যান সায়েম সোবহানের পক্ষ থেকে। কোচ জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, আশা রাখি বাকি ম্যাচগুলো আমরা ভালো খেলব। আজকের ম্যাচে সাদউদ্দিনের খেলার সম্ভাবনা কম হলেও হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস মাঠে নামছেন। সেই সঙ্গে সেন্টার ব্যাক আইজারও নামার সম্ভাবনা রয়েছে। এদিকে শেখ জামালের সু-খবর হচ্ছে ইনজুরিতে তিন মাস মাঠের বাইরে থাকা ইয়াসিন খান আজ শেখ রাসেলের বিপক্ষে লড়বেন।

ইনজুরির কারণে কিংসের মতিন মিয়া, মাসুক মিয়া জনি ও তারিক কাজী মালয়েশিয়াতে যেতে পারেননি। তিনজন সুস্থ হলেও তারিককে মুন্সীগঞ্জে নাও দেখা যেতে পারে। রাইটব্যাক রিমন হোসেন ও সুমন রেজাও ফিট। বসুন্ধরা কিংসের বাড়তি সুবিধা হচ্ছে রিজার্ভ বেঞ্চেও মান সম্পন্ন খেলোয়াড় রয়েছে। তবে প্রতিপক্ষ রহমতগঞ্জ হলেও সতর্ক হয়ে লড়বেন অস্কার ব্রুজোনের শিষ্যরা।

সর্বশেষ খবর