রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

পিএসজিতে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদে যেতে চেয়েছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে নানা কারণে পিএসজিতেই থেকে গেলেন। এখন লক্ষ্য, পিএসজির জার্সিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়। ফ্রান্সের সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ জেতাই পিএসজির প্রধান লক্ষ্য।’ ২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে আসেন এমবাপ্পে। এরপর থেকে পিএসজির জার্সিতে মোট ২১৭ ম্যাচ খেলে ১৭১ গোল করেছেন তিনি।

গত পাঁচ মৌসুমে জয় করেছেন চারটি লিগ শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগে রানার্সআপ হয়েছেন ২০২০ সালে। গত মৌসুমের পরই পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি শেষ হয়ে যায়। রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার গুঞ্জন উঠে। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ২১ মে কিলিয়ান এমবাপ্পে পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেন। নতুন চুক্তির ফলে ২০২৫ সাল পর্যন্ত পিএসজিতে থাকবেন এমবাপ্পে। এই সময়ের মধ্যেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান এই ফরাসি তারকা।

সর্বশেষ খবর