শুক্রবার, ১ জুলাই, ২০২২ ০০:০০ টা

সাদা বলে ইংল্যান্ডের অধিনায়ক বাটলার

ক্রীড়া ডেস্ক

সাদা বলে ইংল্যান্ডের অধিনায়ক বাটলার

ইংল্যান্ডকে প্রথমবারের মতো বিশ্বকাপ উপহার দিয়েছেন ইউয়ান মরগান। ২০১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অধিনায়ক মরগান কিছুদিন হলো ওয়ানডে ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাঁর অবসরে ইংল্যান্ডের সাদা বল ও রঙিন পোশাকের অধিনায়কের পদ শূন্য হয়ে পড়ে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নতুন অধিনায়ক হিসেবে জশ বাটলারের নাম ঘোষণা করেছে। ৩১ বছর বয়সী বাটলার সহ-অধিনায়ক হিসেবে ২০১৫ সাল থেকে দায়িত্ব পালন করছিলেন। উইকেটরক্ষক-ব্যাটার বাটলার এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৫১ ওয়ানডেতে ৪ হাজার ১২০ রান করেছেন। সেঞ্চুরি ১০ ও হাফসেঞ্চুরি ২১টি। ৮৮ টি-২০ ম্যাচে রান করেছেন ২ হাজার ১৪০। একটি সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি ১৫টি। কিছুদিন আগে জো রুটের জায়গায় সাদা পোশাকের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। দায়িত্ব পেয়েই নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছেন। এখন বাটলারের নেতৃত্বে খেলবে ইংল্যান্ড।

 

সর্বশেষ খবর