রবিবার, ২৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

চ্যাম্পিয়ন-রানার্সআপ ম্যাচেই ট্রফি মানায়

ক্রীড়া প্রতিবেদক

দুই ম্যাচ আগেই পেশাদার লিগে শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। একইভাবে ঢাকা আবাহনীও রানার্সআপ হয়ে গেছে। আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় দুই দল মুখোমুখি হবে। নিয়ম রক্ষার ম্যাচ হলেও লড়াইয়ে গুরুত্ব থাকছে। বসুন্ধরা কখনো লিগে আবাহনীর কাছে হারেনি। এ রেকর্ড ধরে রাখতে চাইবে তারা। অন্যদিকে আবাহনীর লক্ষ্য থাকবে চ্যাম্পিয়নদের হারিয়ে তৃপ্তির ঢেকুর তোলা। এমন উপভোগ্য ম্যাচেই তো ট্রফি দেওয়াটা মানায়।

কিংস চাইছে চ্যাম্পিয়ন রানার্সআপ ম্যাচেই ট্রফি বিতরণ করা হোক। এ নিয়ে তারা বাফুফের কাছে চিঠিও দিয়েছেন। এ ব্যাপারে কথা বলার চেষ্টা করা হলে লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ফোন ধরেননি। বাফুফের এক কর্মচারী জানান, বসুন্ধরার চিঠির কথা আমি জানি না। ২৫ জুলাই ট্রফি বিতরণ করা হবে সেই নির্দেশনাও পাইনি। তবে বসুন্ধরা জানিয়ে দিয়েছে সোমবার ট্রফি না দেওয়া হলে তারা আর ট্রফি নেবেন না। কথা হচ্ছে সোমবার ট্রফি বিতরণে সমস্যা কোথায়? নিয়মের কথা বলা হচ্ছে। কখনো কি নিয়ম ভাঙা হয়নি?

সর্বশেষ খবর