বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

মাঠে ফেরার অপেক্ষায় তপু

ক্রীড়া প্রতিবেদক

মাঠে ফেরার অপেক্ষায় তপু

বাংলাদেশের সেরা ডিফেন্ডার। অথচ দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে তিনি। তপু বর্মণের কথা বলছি। ইনজুরির কারণে বসুন্ধরা কিংসের হয়ে লিগ খেলতে পারেননি। কমলাপুর ঝুঁকিপূর্ণ মাঠে স্বাধীনতা কাপে ইনজুরির শিকার হন তিনি। এরপর থেকেই ফুটবলে লাথি মারা হয়নি। ইনজুরি এতটা গুরুতর ছিল যে ভারতে চিকিৎসা নিতে হয়েছে। আশার কথা এখন তিনি সুস্থ। কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে প্রীতিম্যাচের জন্য যে ক্যাম্প চলছে সেখানে তপুকে ডাকা হয়নি। অনেকদিন মাঠের বাইরে বলে কোচ হ্যাভিয়ের কাবরেরা ঝুঁকি নিতে চাননি। সামনে তো আরও ম্যাচ আছে। তখন নির্ভার তপুকে পাওয়া যাবে।

তপুকে মাঠে দেখা যাবে কিছুদিন পরই। অক্টোবর বা নভেম্বর থেকে শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। শুরুতেই বসুন্ধরা কিংসের জার্সি পরে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন দেশসেরা এ ডিফেন্ডার। তপু না থাকায় রক্ষণভাগে কিংসকে বেশ ভুগতে হয়েছিল। তিনি শুধু রক্ষণভাগ নয় প্রয়োজনে দলের হয়ে গোল করতে পারেন। জাতীয় দল ও কিংসের হয়ে মনোমুগ্ধকর গোলও করেছেন। এক সময়ে কায়সার হামিদকে বলা হতো বাংলার বেকেন বাওয়ার। তপুকে বলা হয় সার্জিও রামোস। তপুর মাঠে ফেরাটা জাতীয় দল ও কিংসের জন্য জরুরি হয়ে পড়েছে। ভক্তরা অপেক্ষায় আছেন তার নৈপুণ্য দেখতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর