রাজধানীর কুড়িলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি অনুষ্ঠিত হয়েছে। ছাত্র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে গণবিশ্ববিদ্যালয় এবং রানার্সআপ ড্যাফোডিল ইউনিভার্সিটি। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইউনিভার্সিটি ও রানার্সআপ গণবিশ্ববিদ্যালয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হাসানুল এ. হাসান, প্রকৌশল বিভাগের ডিন ড. সিদ্দিক হোসাইন। বিজ্ঞপ্তি