সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশ-আফগানিস্তান এ দলের সিরিজ বাতিল

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তান ক্রিকেট বোর্ড হঠাৎ করেই নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে। এর ফলে আবুধাবিতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ সিরিজটি বাতিল হয়েছে। তবে আফগান ক্রিকেট বোর্ড বাতিলের কথা বলেনি। অন্য সময় আয়োজনের কথা বলছে। অথচ এই সফরকে ঘিরে অনেক পরিকল্পনা করেছিল বিসিবি। এই সফরে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের খেলার কথা ছিল। এরমধ্যে অন্যতম সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের। আফগান বোর্ড রাজি না হওয়ায় বিসিবির সবকিছু ভেস্তে গেছে।

তবে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমাদের কাছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের একটা প্রস্তাব ছিল। অক্টোবরে আমাদের ‘এ’ দলের একটা প্রোগ্রাম করা ছিল। দুবাই বা আবুধাবিতে হওয়ার কথা ছিল। কিন্তু অতি সম্প্রতি আফগানিস্তান ক্রিকেট বোর্ড আমাদের জানায় যে, তারা পুনঃনির্ধারণ করতে চাচ্ছে। তাই অক্টোবরে আমাদের ‘এ’ দলের সূচি অন্য সময়ে নিয়ে যেতে হবে।’ আফগানিস্তানের সঙ্গে সিরিজ না হলেও বিসিবি চাইছে অন্য একটি সিরিজ আয়োজন করতে। বিসিবি সিইও বলেন, ‘আমরা চেষ্টা করছি, এই সময়টা যেহেতু খালি থাকছে অন্য কোনো দেশ বা অন্য কারও সঙ্গে এই সময়ে একটা লঙ্গার ভার্সন সিরিজ খেলা যায় কিনা।’ নভেম্বর-ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। সিরিজটির জন্য আফগানদের বিপক্ষে ‘এ’ দলের সিরিজটি গুরুত্বপূর্ণ ছিল।

সর্বশেষ খবর