বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সাফজয়ীদের বাসে কেন সেলফিবাজদের ভিড়?

ক্রীড়া প্রতিবেদক

সাফজয়ীদের বাসে কেন সেলফিবাজদের ভিড়?
প্রশ্ন উঠেছে কিছু অতি উৎসাহী মানুষের ‘সেলফি কান্ড’ নিয়ে। নারী ফুটবলারদের বহনকারী ছাদখোলা বাসে জোরজবরদস্তি করে উঠে তারা বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত যান। সাফজয়ী তারকাদের তোয়াক্কা না করে নানা অঙ্গভঙ্গিতে সেলফি তোলায় ব্যস্ত তারা। সেলফিবাজদের ভিড়ে মেয়েদের খুঁজে পাওয়াই ছিল কঠিন!

সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ট্রফি হাতে সাবিনা খাতুনরা গতকাল ঢাকায় এসেছেন নেপাল থেকে। গলায় ফুলের মালা দিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে তাদের বরণ করা হয়েছে। লাখ লাখ মানুষ তাদেরকে শুভেচ্ছা জানাতে ভিড় জমিয়েছেন রাস্তায়। সাবিনাদের নিয়ে মানুষের ভালোবাসার প্রকাশে কোনো কমতি ছিল না। তবে প্রশ্ন উঠেছে কিছু অতি উৎসাহী মানুষের ‘সেলফি কান্ড’ নিয়ে। নারী ফুটবলারদের জন্য ছাদ খোলা বাসের ব্যবস্থা করা হয়। সেই বাসে চেপে তারা বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত যান। জোরজবরদস্তি করে এই বাসে চেপে বসেন কিছু মানুষ। নানা অঙ্গভঙ্গিতে সেলফি তোলেন তারা। সেলফিবাজদের ভিড়ে মেয়েদেরকে খুঁজে পাওয়াই ছিল কঠিন! শিরোপাজয়ী নারী ফুটবলারদের পাশে এসব সেলফিবাজদের বড্ড বেমানান লাগছিল। বিমানবন্দরে সাবিনাদের পাশাপাশি গলায় মালা পরে ঘুরছিলেন আরও অনেকে। দলের কোচিং স্টাফের সদস্য ছাড়া অনেক পুরুষের গলাতেও ছিল গাঁদা ফুলের মালা। বাসেও ছিলেন এদের কেউ কেউ।

সর্বশেষ খবর