শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চ্যাম্পিয়ন দলের ১৫ জনই কিংসের তারকা

‘বসুন্ধরা কিংসের সেরা একাদশটাই খেলেছে সাফে। বেস্ট ইলেভেনে সবসময় যারা খেলেছে তাদের মধ্যে বোঝাপড়াটা ছিল দারুণ। এই বিষয়টা সাফ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন দলের ১৫ জনই কিংসের তারকা

ফুটবলে নবজাগরণের প্রত্যয় নিয়ে আগমন বসুন্ধরা কিংসের। ছেলেদের দল অভিষেকেই শিরোপা জিতে ইতিহাস গড়ে। টানা তিনবারের চ্যাম্পিয়ন কিংসের ছেলেরা। পিছিয়ে নেই বসুন্ধরা কিংসের মেয়েরাও। টানা দুইবার লিগ জয় করেছেন সাবিনা খাতুনরা। বসুন্ধরা কিংসের মেয়েরা এবার দারুণ এক জয় উপহার দিলেন পুরো দেশবাসীকে। সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয় করেছেন তারা। নেপালকে হারিয়েছেন ফাইনালে। পুরো টুর্নামেন্টে সব প্রতিপক্ষকেই উড়িয়ে দিয়েছেন সাবিনারা। পাঁচ ম্যাচে মোট গোল করেছেন ২৩টি। দুর্দান্ত এ জয়ের পেছনের অন্যতম কারিগর ছিল বসুন্ধরা কিংস।

বসুন্ধরা কিংস নারী দলের কোচ মাহমুদা খাতুন বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে মেয়েদের যে জয় তার  পেছনে বসুন্ধরা কিংসের অবদান অনেক। এখানে তারা অর্থনৈতিক সাপোর্ট পেয়েছে। এই সাপোর্ট তাদেরকে নির্ভার হয়ে খেলতে শিখিয়েছে। সিনিয়র আর জুনিয়র ফুটবলাররা একসঙ্গে খেলে অভিজ্ঞতা সঞ্চয় করেছে। একটা দল হিসেবে গড়ে উঠেছে।’ তিনি আরও বলেন, ‘বাফুফেতে তারা একাডেমির পরিবেশে থাকে। কিন্তু বসুন্ধরা কিংসের পরিবেশটাই অন্যরকম। এখানে তাদের যাবতীয় প্রয়োজন পুরা করা হয়। আগে বয়সভিত্তিক দলগুলোতে খেলে জয় পেলেও সিনিয়র লেভেলে কিন্তু কোনো সফলতা ছিল না। দুটো লিগ খেলেছে মেয়েরা বসুন্ধরার জার্সিতে। এখানে তারা পরিণত হয়েছে। সিনিয়র লেভেলে ম্যাচগুলোর যে চাপ তা সামলাতে শিখেছে। একসঙ্গে খেলে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে তাতেই এসেছে এই সাফল্য।’ বসুন্ধরা কিংসের সেরা ইলেভেনটাই খেলেছে সাফের ফাইনালে। এ ব্যাপারে মাহমুদা বলেন, ‘বসুন্ধরা কিংসের সেরা একাদশটাই খেলেছে সাফে। বেস্ট ইলেভেনে সবসময় যারা খেলেছে তাদের মধ্যে বোঝাপড়াটা ছিল দারুণ। এই বিষয়টা সাফ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

টানা দুটি লিগে এক সঙ্গে খেলেছেন সাবিনা খাতুনরা। ২০১৯-২০ মৌসুমে সাত দলের লিগে ১২ ম্যাচের সব কটিতেই জয় পেয়েছেন তারা। মৌসুমজুড়ে গোল করেছেন ১১৯টি। সাবিনা খাতুন একাই করেন ৩৫ গোল। কৃষ্ণারাণী করেন ২২ গোল। এছাড়াও তহুরা ১৪টি, স্বপ্না ১১টি এবং শিউলি আজিম ১০টি গোল করেন। অন্যরাও গোল করেন। জয়ের এই ধারাবাহিকতা বসুন্ধরা কিংস ধরে রাখে পরের মৌসুমেও। আট দলের লিগে ১৪ ম্যাচের সবকটিতেই জয় পান সাবিনারা। মৌসুমজুড়ে করেন ১২২ গোল। এবার সেরা গোলদাতা হন কৃষ্ণারাণী সরকার (২৮ গোল)। ২৭ গোল করে দুইয়ে ছিলেন সাবিনা খাতুন। বসুন্ধরা কিংসের এই ধারাবাহিক জয় আর নিবিড় পরিচর্যা বাংলাদেশ জাতীয় দলের সাফল্যের  পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সর্বশেষ খবর