শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

দ্রুততম মানব ইমরানুর মানবী শিরিন

ক্রীড়া প্রতিবেদক

দ্রুততম মানব ইমরানুর মানবী শিরিন

আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় সামার অ্যাথলেটিকসের প্রথম দিনে গতকাল ১০০ মিটার ¯িপ্রন্টে হ্যান্ড টাইমিংয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ইমরানুর রহমান (৯.৯৮ সে.)। ২০১৯ সালে হ্যান্ড টাইমিংয়ে ১০.২০ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন ইসমাইল।

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানবীর খেতাব জিতেছেন শিরিন আক্তার। ইলেকট্রনিক টাইমিংয়ে ১১.৯৫ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছেন তিনি। এর আগে ২০১৬ সালে ১১.৯৯ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটা গড়েছিলেন শিরিনই। সবমিলিয়ে জাতীয় অ্যাথলেটিকসে ১২ বার সেরা হলেন শিরিন। গতবার জাতীয় অ্যাথলেটিকসে বিকেএসপির সুমাইয়া দেওয়ানের কাছে দ্রুততম মানবীর খেতাব হারিয়ে ছিলেন তিনি। জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনে গতকাল সন্ধ্যা পর্যন্ত ৯টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জসহ মোট ২৫টি পদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। প্রথম দিনে এ ছাড়া রেকর্ড হয়েছে হাইজাম্পে। ১.৭৪ মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর উম্মে হাফসা রুমকী। এ ইভেন্টে ১.৭৩ মিটার লাফিয়ে এর আগে রেকর্ড গড়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর রিতু আক্তার।

সর্বশেষ খবর