আইসিসি টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরেছে পাকিস্তান। বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্যে আজ তারা মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ের। আজ বিকালে পার্থ স্টেডিয়ামে লড়াইয়ে নামছে পাকিস্তান-জিম্বাবুয়ে। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করা জিম্বাবুয়ে গ্রুপে পাকিস্তানের ঠিক ওপরেই অবস্থান করছে। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে থাকার জন্য আজ জয়ের বিকল্প নেই বাবর আজমদের।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ১৭ বার লড়াইয়ে নেমেছে পাকিস্তান-জিম্বাবুয়ে। এর মধ্যে ১৬ বারই জয় পেয়েছে পাকিস্তান। কেবল একবার জয় নিয়ে মাঠ ছেড়েছে জিম্বাবুয়ে। ২০০৮ সাল থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে মুখোমুখি হচ্ছে দুই দল। জিম্বাবুয়ে একমাত্র জয়টা পেয়েছে গত বছরের এপ্রিলে।