আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার (বিপিএল) লিগে দেশি-বিদেশি মিলিয়ে শক্তিশালী দল গড়ছে রংপুর রাইডার্স। ইতোমধ্যে এ ফ্ল্যাঞ্চাইজি বেশ ক’জন বিদেশি ক্রিকেটার নিশ্চিত করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে টি-২০ বিশ্বকাপে আলোচিত জিম্বাবুয়ের সিকান্দার রাজা। বিপিএলে রংপুরের একটাই লক্ষ্য শিরোপা। তাই আগে থেকে ঘর গোছানার কাজ শুরু করে দিয়েছে। সিকান্দার এলে দলে ব্যাটিং ও বোলিং লাইনআপ দুটোই শক্তিশালী হবে। শোনা যাচ্ছে পাকিস্তানের হাসান রউফ, মোহাম্মদ নেওয়াজও রংপুরে খেলতে পারেন। শোয়েব মালিকের নামও এ তালিকায় আছে।
বাংলাদেশের বিপিএলে সময় একই সঙ্গে চলবে দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতের প্রিমিয়ার লিগ। এই লিগগুলোর ভারতীয় মালিকানা থাকায় সেখানে খেলার জন্য অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। তাই বিপিএলে সব কটি দলে একাধিক পাকিস্তানি ক্রিকেটারের দেখা মিলবে।