এশিয়া কাপে দুই দেখায় প্রথমটি আফগানিস্তান, পরেরটি জিতেছিল শ্রীলঙ্কা। গতকাল টি-২০ বিশ্বকাপ সুপার টুয়েলভের গ্রুপ পর্বের ম্যাচেও লঙ্কানরা ৬ উইকেটে আফগানদের হারিয়ে এখনো সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে। ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও লাহিরুকুমার মিলে স্বল্প রানে আটকিয়ে দেন আফগানকে। সাদামাটা লক্ষ্যে নেমে ধনঞ্জয়া ডি সিলভা ব্যাট হাতে জ্বলে উঠেন। জয়ের হাসি হেসে মাঠ ছাড়েন তারা। এই হারে আফগানিস্তানের সেমির আশা শেষ হয়ে গেল। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করেন মোহাম্মদ নবীরা। জবাবে ৯ বল হাতে রেখেই ৪ উইকেটে ১৪৮ রান তুলে জয় নিশ্চিত করে দাসুন শানাকার দল।
ম্যাচসেরা লেগ স্পিনার হাসারাঙ্গা করেন নিয়ন্ত্রিত বোলিং। ৪ ওভারে মাত্র ১৩ রানে ৩ উইকেট পান তিনি। পেসার কুমারা ৩০ রানে ২ উইকেট। অন্যরা সেভাবে ব্যাট করতে না পারলেও একাই দাঁড়িয়ে যান ধনঞ্জয়া। ৪২ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত ৬৬ রান আসে তার ব্যাট থেকে। আগে ব্যাটিংয়ে নামার পর মনে হচ্ছিল আফগানিস্তান বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। উদ্বোধনী জুটিতে রহমানউল্লাহ গুরবাজ ও উসমান ঘানি মিলে ৬ ওভারে তোলেন ৪২ রান। রানের চাকা খুব দ্রুতগতি না হলেও উইকেট হাতে থাকায় সুবিধাজনক অবস্থানে ছিল আফগানরা। পাওয়ার প্লের পর প্রথম ওভারে জুটি ভেঙে শ্রীলঙ্কাকে উল্লাসে মাতান কুমারা। ২৪ বলে ২৮ রানে বোল্ড হন গুরবাজ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। ২৭ বলে ২৭ রান করে ঘানি। শেষ পর্যন্ত ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।