শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ম্যারাডোনা নেই থাকছেন না পেলেও

ক্রীড়া ডেস্ক

ম্যারাডোনা নেই থাকছেন না পেলেও

২০১০ সালে বিশ্বকাপের আয়োজন হিসেবে কাতারের নাম ঘোষণা করার পর গ্রেটদের মধ্যে প্রথম উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন পেলে। এ উচ্ছ্বাসের পেছনে বড় কারণ কাতারের সঙ্গে সুখস্মৃতি জড়িয়ে আছে। বড্ড ইচ্ছা ছিল তার কাতারে বিশ্বকাপ দেখার। তবে তা বোধহয় আর হচ্ছে না। ৮২ বছর বয়স্ক পেলে অসুস্থতার কারণে কাতারে বসে খেলা দেখতে পারবেন না। কাতার সরকার তাকে বিশেষ প্লেনে করে উদ্বোধনী বা ফাইনালে আনতে চেয়েছিল। কিন্তু চিকিৎসকরা পুরোপুরি না কর দিয়েছেন। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, পেলের যে শারীরিক অবস্থা তাতে কোনোভাবে এত ভ্রমণ করা সম্ভব নয়। যে কোনো সময় তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। পেলে এতে হতাশই হয়েছেন- ‘ভেবেছিলাম কাতার বিশ্বকাপ দেখব। চিকিৎসকরা বারণ করলে আর কী করব।’

১৯৭৩ সালে সান্তোষের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলতে প্রথমবার কাতার গিয়েছিলেন। এরপর ভিআইপি গেস্ট হিসেবে আরও একবার কাতার যান। তাই কাতারের সঙ্গে পেলের অনেক স্মৃতি জড়িত। পেলে থাকছেন না বিশ্বকাপে। ম্যারাডোনাও মারা গেছেন। দুই গ্রেটের উপস্থিতি ছাড়া প্রথমবার বিশ্বকাপ হতে যাচ্ছে।

সর্বশেষ খবর