মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মরক্কোর কাছে হারে আগুন জ্বলছে বেলজিয়ামে

ক্রীড়া ডেস্ক

এমন লজ্জার হার কোনোভাবে মেনে নিতে পারছেন না বেলজিয়ানরা। ম্যাচের পর রাজধানী ব্রাসেলসে ক্ষোভে ফেটে পড়েন ফুটবলপ্রেমীরা। পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষও হয়েছে। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়া হলে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে

কাতারে হারলেন কেভিন দ্য ব্রুইনরা। আর আগুন জ্বললো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। শনিবার বিশ্বকাপের এফ গ্রুপের ম্যাচে জিতলেই বেলজিয়াম চলে যেত সুপার ষোলোতে। অপেক্ষাকৃত দুর্বল দল মরক্কোর কাছে হেরে অনিশ্চয়তায় দুলছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে অবস্থান দুইয়ে। তারপর আবার রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে সেমিতে উঠেছিল বেলজিয়াম। দুর্দান্ত ফর্মে থাকা অবস্থায় তারা মরক্কোর কাছে হারবে তা কেউ ভাবেনি। এমন লজ্জার হার কোনোভাবে মেনে নিতে পারছেন না বেলজিয়ামরা। ম্যাচের পর রাজধানী ব্রাসেলসে ক্ষোভে ফেটে পড়েন ফুটবলপ্রেমীরা। পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষও হয়েছে। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়া হলে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তায় থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অফিস ও দোকানপাট ভাঙচুর চলে। প্রতিবাদকারীরা বেলজিয়াম ফুটবল কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেন।

সর্বশেষ খবর