শিরোনাম
রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

শেখ রাসেল ফুটবলারদের সংবর্ধনা

ক্রীড়া প্রতিবেদক

শেখ রাসেল ফুটবলারদের সংবর্ধনা

শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের সঙ্গে দলের ফুটবলার ও কর্মকর্তারা ছবি রোহেত রাজীব

ভোর পর্যন্ত বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে উত্তেজনা। ব্রাজিলের বিদায়ে সমর্থকরা যেমন কেঁদেছেন তেমনি আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের লড়াকু ম্যাচ দেখে দর্শকরা মুগ্ধ। এরই মধ্যে গতকাল সকালে দেশের ফুটবলে ঘটল বিরল ঘটনা। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের সংবর্ধনা ও পুরস্কৃত করার রেওয়াজ আছে। কিন্তু বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। সদ্যসমাপ্ত স্বাধীনতা কাপ ফুটবলে রানার্সআপ শেখ রাসেলের খেলোয়াড়, কোচ ও অফিশিয়ালদের জানালেন সংবর্ধনা। সেই সঙ্গে তুলে দিলেন আর্থিক পুরস্কারও।

সায়েম সোবহান আনভীর সংক্ষিপ্ত বক্তব্যে খেলোয়াড়দের উদ্দেশে বলেন, ‘আপনারা চমৎকার খেলে রানার্সআপের ট্রফি জিতেছেন। এতে আমি খুশি। আমার বিশ্বাস আপনারা রানার্সআপ নয়, সামনে শিরোপা জিতে শেখ রাসেলের সুনাম আরও বৃদ্ধি করবেন। আপনাদের যেকোনো সমস্যার কথা আমাকে জানাবেন। আমি পাশে আছি, পাশে থাকব।’

সায়েম সোবহান আনভীর আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে শেখ রাসেল ক্লাবের দায়িত্ব দিয়েছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ। তিনি শত ব্যস্ততার মধ্যেও সার্বক্ষণিক শেখ রাসেলের খোঁজখবর রাখছেন। শেখ রাসেলের যে অগ্রগতি তার পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার।’

মঞ্চে বসা বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও শেখ রাসেলের সহসভাপতি নঈম নিজাম বলেন, ‘শেখ রাসেলের নামের সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ছিলেন শেখ রাসেল। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর দায়িত্ব নেওয়ার পর শেখ রাসেল ক্রীড়াঙ্গনে আলাদা জায়গা করে নিয়েছে।’ কালের কণ্ঠের প্রধান সম্পাদক ও ক্লাব সহসভাপতি ইমদাদুল হক মিলন বলেন, ‘বসুন্ধরা গ্রুপ যে কাজ ধরে তা সেরায় পরিণত করে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে শেখ রাসেল এখন দেশের সুপরিচিত একটি দল।’

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানও সংক্ষিপ্ত বক্তব্য দেন। উপস্থিত ছিলেন পরিচালক মাসুদুর রহমানও।

অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘দেশের পেশাদার ফুটবলের রূপকার সায়েম সোবহান আনভীর। তিনি চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পরই শেখ রাসেলের মাধ্যমে দেশে ফুটবলে প্রকৃত পেশাদারির দেখা মেলে।’ অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের অর্থ পরিচালক ফখরুদ্দিন আহমেদ।

সর্বশেষ খবর