মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভলিবলে নবদিগন্ত

বাংলাদেশ ৩ : ২ কিরগিজস্তান

ক্রীড়া প্রতিবেদক

ভলিবলে নবদিগন্ত

আন্তর্জাতিক প্রতিযোগিতায় শিরোপা জেতে ক্রীড়াঙ্গনে বাংলাদেশের বছরটা শেষ হয়েছে। চলতি বছরে বাংলাদেশের বড় প্রাপ্তি ছিল নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত শিরোপা জয়। যা এতদিন ভারতের দখলে ছিল। বিজয়ের মাসে ভলিবলে উড়ল বিজয়ের পতাকা। উল্লাসে ভাসল লাল-সবুজের দল। বঙ্গবন্ধু সেন্টাল জোন অনূর্ধ্ব-২৩ পুরুষ টুর্নামেন্টে গতকাল শ্বাসরুদ্ধকর ফাইনালে কিরগিজস্তানকে ৩-২ সেটে বাংলাদেশ হারিয়ে শিরোপা উৎসবে মেতে উঠে। টানা পাঁচ ম্যাচ দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ জুড়েই  ছিল রোমাঞ্চ। অথচ ফাইনাল এত উত্তেজনাময় হবে তা কোনো দর্শকই ভাবেননি। প্রথম সেটে জিতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপরই ঘুরে দাঁড়ায় কিরগিজস্তান। পরের দুটি সেট জিতে বাংলাদেশকে চিন্তায় ফেলে দেয় কিরগিস্তান। চতুর্থ সেট জিতে লড়াইয়ে ফিরে আল আমিন-শাওনরা।

সেমিফাইনালসহ টানা পাঁচ ম্যাচ জিতে ফাইনালটা দারুণ শুরু করেছিল বাংলাদেশ ২৫-১৮ পয়েন্টে সেট জিতে নেয় আনপোর আরজির শিষ্যরা। কিন্তু দ্বিতীয় সেটেই ঘটে ছন্দপতন। স্বাগতিকরা হেরে বসে ১৫-২৫ পয়েন্টে। তৃতীয় সেটে খেলা জমে উঠে। শুরুতে পিছিয়ে পড়লেও খেলায় ফিরে এসেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ২২-২৫ ব্যবধানে হেরে যায়। এই সেট শেষ হতে তিন ঘণ্টা সময় লাগে। শিরোপার আশা টিকিয়ে রাখতে বাংলাদেশকে চতুর্থ সেটে জিততেই হবে। ২৫-১৯ পয়েন্টে জেতে লড়াইয়ে ফিরে স্বাগতিকরা। শেষ অর্থাৎ পঞ্চম সেটে ১৮-১৬ পয়েন্টে জিতে গেলে ইনডোর স্টেডিয়ামে উৎসবে মেতে ওঠেন দর্শকরা।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার কাভিস্কা। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। তিনি বলেন, ‘আমরা ভলিবলে উন্নতির দিকে যাচ্ছি। যত আন্তর্জাতিক ম্যাচ খেলা যাবে ততই খেলোয়াড়দের পারফরম্যান্সে উন্নয়ন ঘটবে। ভলিবল নিয়ে আমরা বেশ কিছু পরিকল্পনা নিয়েছি। তা বাস্তবায়নের জন্য সবরকম চেষ্টা করছি। আশা করি যুব নয়, ভলিবলের জাতীয় দলও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনবে।’

টুর্নামেন্টে তৃতীয় হয়েছে শ্রীলঙ্কা। সকালের একই ভেন্যুতে তারা ৩-২ সেটে নেপালকে হারিয়েছে। নেপালের বিপক্ষে প্রথম সেটে ২২-২৫ পয়েন্টে হেরে যায় তারা। এরপর দ্বিতীয় সেটে ২৫-১৯ ও তৃতীয় সেটেও ২৫-১৯ পয়েন্টে জয়ী হয় লঙ্কানরা। চতুর্থ সেটে ২৫-২০ পয়েন্ট জিতে ঘুরে দাঁড়ায় নেপাল। পঞ্চম সেটে শ্রীলঙ্কা জিতে টুর্নামেন্টে তৃতীয় হয়। সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর