মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ব্যাটেই জবাব বাবরের

ক্রীড়া ডেস্ক

ব্যাটেই জবাব বাবরের

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। পাক ক্যাপ্টেনকে সরিয়ে দেওয়ার জোর দাবি উঠেছিল। কিন্তু করাচি টেস্টে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাট দিয়েই যেন সব সমালোচনার জবাব দিলেন বাবর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে করাচি টেস্টের প্রথম দিনে খেললেন ১৬১ রানের হার না মানা এক ইনিংস। ৮৬ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। দুই তারকার দাপুটে ব্যাটিংয়ে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩১৭ রান করেছে পাকিস্তান।

গতকাল স্পিনার মাইকেল ব্রেসওয়েলকে মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে সাদা পোশাকে নিজের নবম সেঞ্চুরি পূরণ করে ফেলেন বাবর। প্রথম সেশনে চাপে পড়েছিল পাকিস্তান। মাত্র ৪৮ রানের তাদের প্রথম তিন উইকেট পড়ে যায়। এরপর সৌদ শাকিলের সঙ্গে ৬২ রানের জুটি গড়েন বাবর। পঞ্চম উইকেটে সরফরাজের সঙ্গে বাবরের ১৯৬ রানের জুটি পাকিস্তানকে বড় স্কোর গড়ার পথে নিয়ে যায়। তবে শেষ বিকালে সরফরাজ আউট হলেও অপরাজিত রয়েছেন পাকিস্তানের ক্যাপ্টেন। নিউজিল্যান্ডের দুই বোলার এজাজ প্যাটেল ও ব্রেসওয়েল দুটি করে উইকেট নিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর