বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ৬০ বছর পূর্তি হতে যাচ্ছে। হীরক জয়ন্তী উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের পুরান সংগঠন স্বাধীনতা পরবর্তী ১০ সেরা ক্রীড়াবিদ ও সাংবাদিক সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সম্মাননা ও অর্থ পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা গ্রুপ। সেরা ১০ ক্রীড়াবিদ হচ্ছেন ক্রিকেটে বিশ্বসেরা সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা ফুটবলে কাজী সালাউদ্দিন ও মোনেম মুন্না, মোশারফ হোসেন খান (সাঁতার), প্রয়াত শাহ আলম (অ্যাথলেটিকস), নিয়াজ মোর্শেদ (দাবা), আফিফ হোসেন খান (শুটিং), সিদ্দিকুর রহমান (গলফ)।
সেরা ১০ ক্রীড়া সাংবাদিক প্রয়াত আবদুল হামিদ, তৌফিক আজিজ খান, বদিউজ্জামান ও আতাউল হক মল্লিক। এ ছাড়াও আছেন মুহাম্মদ কামরুজ্জামান, আবদুল তৌহিদ, মতিউর রহমান চৌধুরী, দিলু খন্দকার, শহীদুল আজম ও মোস্তফা মামুন।