রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

উসমান খাজার ৫ রানের আক্ষেপ

ক্রীড়া ডেস্ক

সিডনি টেস্টের তৃতীয় দিনের পুরোটা সময় ভেসে যায় বৃষ্টিতে। ফলে ১৯৫ রানেই থেমেছিলেন উসমান খাজা। অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির অপেক্ষায় পার করেন দিনটি। গতকাল চতুর্থ দিন সেই আক্ষেপ ঘুচাতে পারতেন খাজা। কিন্তু সেটা হয়নি। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স গতকাল মাঠে নামার আগেই ইনিংস ঘোষণা করেন। তখন অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪ উইকেটে ৪৭৫ রান। অধিনায়কের ইনিংস ঘোষণায় ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি আর করা হয়নি খাজার। ১৯৫ রানের অপরাজিত রয়েছেন। ৫ রানের চিরকালীন আক্ষেপ রয়ে গেল খাজার। অথচ ম্যাচের যে চিত্র, তাতে ম্যাচে ফলাফলের সম্ভাবনা খুবই কম। খাজা যদি গতকাল ৫ ওভার ব্যাট করতেন, তাহলে হয়তো ক্যারিয়ারের ১৩ নম্বর সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করতে পারতেন। গতকাল চতুর্থ দিন খেলতে নেমে কামিন্স ও জশ হ্যাজলওডের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পরে ৬ উইকেটে ১৪৯ রান তুলে চতুর্থ দিন পার করে দক্ষিণ আফ্রিকা।

সর্বশেষ খবর