সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে নারী টি-২০ বিশ্বকাপে অংশ নেন নিগার সুলতানারা। দক্ষিণ আফ্রিকায় ২০ ওভারের বিশ্বকাপে সূচনা ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। নারী দলের অধিনায়ক নিগার মূল মঞ্চে নামার আগে দ্বীপরাষ্ট্রকে হারানোর প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটে হেরে নারী টি-২০ বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ১৫-২০ রান কম হয়েছে বলেন নারী দলনায়ক নিগার, ‘প্রথমত আমার মনে হয়, ১৫-২০ রানের ঘাটতি ছিল আমাদের। এ ধরনের উইকেটে অন্তত ১৪০ রানের বেশি করতে পারলে দারুণ হতো। কারণ, তাদের ব্যাটিংলাইন অনেক শক্তিশালী। আমাদের শুরুটা ভালো ছিল। কিন্তু ১০ ওভারের পর ভালো করতে পারিনি। ৬ ওভারের পর আমরা আর কোনো বাউন্ডারি মারতে পারিনি। ওখানে আমাদের ঘাটতি ছিল এবং এটির মূল্যই দিতে হয়েছে আমাদের।’ কেপটাউনে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান করে। ৬ ওভারের পাওয়ার প্লেতে ৪৮ রান তুলেছিল বাংলাদেশ। ১০ ওভারে ছিল ৩ উইকেটে ৭৩ রান। পরের ১০ ওভারের মাত্র ৫৩ রান করে। এই রানেই পিছিয়ে পরে নিগার বাহিনী। চতুর্থ উইকেট জুটিতে হার্দিশ মাদাবা ও নিলাকেশী ১০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে টানা দ্বিতীয় জয় উপহার দেন। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৩ রানে হারিয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশের আজ গ্রুপে দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ৯৭ রানে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। টি-২০ বিশ্বকাপে এ নিয়ে টানা ১৩ ম্যাচে হারল বাংলাদেশ। ২০ ওভারের বিশ্বকাপে নারী দল ১৮ ম্যাচে জিতেছে সাকল্যে ২টি। ২০১৪ সালের ঘরের মাঠে হারিয়েছিল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে। এরপর আর জয় পায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে এ নিয়ে টানা ৭ ম্যাচ হারল টি-২০ ক্রিকেটে। নিগার বাহিনী হারলেও দারুণ বোলিং করেছেন মারুফা আক্তার। কোনো রান না দিয়েই ৩ উইকেট নেন। ম্যাচে মারুফার বোলিং স্পেল ৪-১-২৩-৩।
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ