সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে নারী টি-২০ বিশ্বকাপে অংশ নেন নিগার সুলতানারা। দক্ষিণ আফ্রিকায় ২০ ওভারের বিশ্বকাপে সূচনা ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। নারী দলের অধিনায়ক নিগার মূল মঞ্চে নামার আগে দ্বীপরাষ্ট্রকে হারানোর প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটে হেরে নারী টি-২০ বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ১৫-২০ রান কম হয়েছে বলেন নারী দলনায়ক নিগার, ‘প্রথমত আমার মনে হয়, ১৫-২০ রানের ঘাটতি ছিল আমাদের। এ ধরনের উইকেটে অন্তত ১৪০ রানের বেশি করতে পারলে দারুণ হতো। কারণ, তাদের ব্যাটিংলাইন অনেক শক্তিশালী। আমাদের শুরুটা ভালো ছিল। কিন্তু ১০ ওভারের পর ভালো করতে পারিনি। ৬ ওভারের পর আমরা আর কোনো বাউন্ডারি মারতে পারিনি। ওখানে আমাদের ঘাটতি ছিল এবং এটির মূল্যই দিতে হয়েছে আমাদের।’ কেপটাউনে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান করে। ৬ ওভারের পাওয়ার প্লেতে ৪৮ রান তুলেছিল বাংলাদেশ। ১০ ওভারে ছিল ৩ উইকেটে ৭৩ রান। পরের ১০ ওভারের মাত্র ৫৩ রান করে। এই রানেই পিছিয়ে পরে নিগার বাহিনী। চতুর্থ উইকেট জুটিতে হার্দিশ মাদাবা ও নিলাকেশী ১০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে টানা দ্বিতীয় জয় উপহার দেন। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৩ রানে হারিয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশের আজ গ্রুপে দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ৯৭ রানে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। টি-২০ বিশ্বকাপে এ নিয়ে টানা ১৩ ম্যাচে হারল বাংলাদেশ। ২০ ওভারের বিশ্বকাপে নারী দল ১৮ ম্যাচে জিতেছে সাকল্যে ২টি। ২০১৪ সালের ঘরের মাঠে হারিয়েছিল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে। এরপর আর জয় পায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে এ নিয়ে টানা ৭ ম্যাচ হারল টি-২০ ক্রিকেটে। নিগার বাহিনী হারলেও দারুণ বোলিং করেছেন মারুফা আক্তার। কোনো রান না দিয়েই ৩ উইকেট নেন। ম্যাচে মারুফার বোলিং স্পেল ৪-১-২৩-৩।
শিরোনাম
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
নিগার জাহানারাদের সামনে অস্ট্রেলিয়া
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর