সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে নারী টি-২০ বিশ্বকাপে অংশ নেন নিগার সুলতানারা। দক্ষিণ আফ্রিকায় ২০ ওভারের বিশ্বকাপে সূচনা ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। নারী দলের অধিনায়ক নিগার মূল মঞ্চে নামার আগে দ্বীপরাষ্ট্রকে হারানোর প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটে হেরে নারী টি-২০ বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ১৫-২০ রান কম হয়েছে বলেন নারী দলনায়ক নিগার, ‘প্রথমত আমার মনে হয়, ১৫-২০ রানের ঘাটতি ছিল আমাদের। এ ধরনের উইকেটে অন্তত ১৪০ রানের বেশি করতে পারলে দারুণ হতো। কারণ, তাদের ব্যাটিংলাইন অনেক শক্তিশালী। আমাদের শুরুটা ভালো ছিল। কিন্তু ১০ ওভারের পর ভালো করতে পারিনি। ৬ ওভারের পর আমরা আর কোনো বাউন্ডারি মারতে পারিনি। ওখানে আমাদের ঘাটতি ছিল এবং এটির মূল্যই দিতে হয়েছে আমাদের।’ কেপটাউনে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান করে। ৬ ওভারের পাওয়ার প্লেতে ৪৮ রান তুলেছিল বাংলাদেশ। ১০ ওভারে ছিল ৩ উইকেটে ৭৩ রান। পরের ১০ ওভারের মাত্র ৫৩ রান করে। এই রানেই পিছিয়ে পরে নিগার বাহিনী। চতুর্থ উইকেট জুটিতে হার্দিশ মাদাবা ও নিলাকেশী ১০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে টানা দ্বিতীয় জয় উপহার দেন। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৩ রানে হারিয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশের আজ গ্রুপে দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ৯৭ রানে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। টি-২০ বিশ্বকাপে এ নিয়ে টানা ১৩ ম্যাচে হারল বাংলাদেশ। ২০ ওভারের বিশ্বকাপে নারী দল ১৮ ম্যাচে জিতেছে সাকল্যে ২টি। ২০১৪ সালের ঘরের মাঠে হারিয়েছিল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে। এরপর আর জয় পায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে এ নিয়ে টানা ৭ ম্যাচ হারল টি-২০ ক্রিকেটে। নিগার বাহিনী হারলেও দারুণ বোলিং করেছেন মারুফা আক্তার। কোনো রান না দিয়েই ৩ উইকেট নেন। ম্যাচে মারুফার বোলিং স্পেল ৪-১-২৩-৩।
শিরোনাম
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
নিগার জাহানারাদের সামনে অস্ট্রেলিয়া
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর