সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে নারী টি-২০ বিশ্বকাপে অংশ নেন নিগার সুলতানারা। দক্ষিণ আফ্রিকায় ২০ ওভারের বিশ্বকাপে সূচনা ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। নারী দলের অধিনায়ক নিগার মূল মঞ্চে নামার আগে দ্বীপরাষ্ট্রকে হারানোর প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটে হেরে নারী টি-২০ বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ১৫-২০ রান কম হয়েছে বলেন নারী দলনায়ক নিগার, ‘প্রথমত আমার মনে হয়, ১৫-২০ রানের ঘাটতি ছিল আমাদের। এ ধরনের উইকেটে অন্তত ১৪০ রানের বেশি করতে পারলে দারুণ হতো। কারণ, তাদের ব্যাটিংলাইন অনেক শক্তিশালী। আমাদের শুরুটা ভালো ছিল। কিন্তু ১০ ওভারের পর ভালো করতে পারিনি। ৬ ওভারের পর আমরা আর কোনো বাউন্ডারি মারতে পারিনি। ওখানে আমাদের ঘাটতি ছিল এবং এটির মূল্যই দিতে হয়েছে আমাদের।’ কেপটাউনে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান করে। ৬ ওভারের পাওয়ার প্লেতে ৪৮ রান তুলেছিল বাংলাদেশ। ১০ ওভারে ছিল ৩ উইকেটে ৭৩ রান। পরের ১০ ওভারের মাত্র ৫৩ রান করে। এই রানেই পিছিয়ে পরে নিগার বাহিনী। চতুর্থ উইকেট জুটিতে হার্দিশ মাদাবা ও নিলাকেশী ১০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে টানা দ্বিতীয় জয় উপহার দেন। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৩ রানে হারিয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশের আজ গ্রুপে দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ৯৭ রানে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। টি-২০ বিশ্বকাপে এ নিয়ে টানা ১৩ ম্যাচে হারল বাংলাদেশ। ২০ ওভারের বিশ্বকাপে নারী দল ১৮ ম্যাচে জিতেছে সাকল্যে ২টি। ২০১৪ সালের ঘরের মাঠে হারিয়েছিল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে। এরপর আর জয় পায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে এ নিয়ে টানা ৭ ম্যাচ হারল টি-২০ ক্রিকেটে। নিগার বাহিনী হারলেও দারুণ বোলিং করেছেন মারুফা আক্তার। কোনো রান না দিয়েই ৩ উইকেট নেন। ম্যাচে মারুফার বোলিং স্পেল ৪-১-২৩-৩।
শিরোনাম
- গোল্ডেন ভিসাধারীদের জন্য নতুন চার সুবিধা ঘোষণা আমিরাতের
- যে কারণে আজ ৩০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ
- বিএনপি নেতার অর্থায়নে কাঠের সেতু, ৬ হাজার মানুষের দুর্ভোগ লাঘব
- সিইসির সঙ্গে এনসিপির বৈঠক বিকালে
- এই মুহূর্তে ট্রাম্প-পুতিনের জরুরি বৈঠকের প্রয়োজন নেই: ক্রেমলিন
- নীল রঙের কুকুর! বিজ্ঞানীরাও হতবাক
- শাহরুখের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’ টিজার, ফিরল বলিউডের আসল বাদশা
- হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
- কানাডায় এইম ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন
- রাজধানীর বিভিন্ন পয়েন্টে আন্দোলন, যা বলছে ডিএমপি
- মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কমিটি
- ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত এক, আহত ২
- নারায়ণগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু, আহত ১
- ভারতের হয়ে গুপ্তচরবৃত্তি, পাকিস্তানে জেলে গ্রেফতার
- ইসলামি আলেমের সম্ভাব্য সফর প্রসঙ্গে ভারতের মন্তব্য ঢাকার নজরে এসেছে
- ২১তম দিনে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ি শিক্ষকরা
- সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
- দুই বছরে দেড় লাখ মৃত্যু, কেন রক্তে ভাসছে সুদান
- আমরা চাই গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন এই সরকারের মাধ্যমেই হোক : গয়েশ্বর
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
নিগার জাহানারাদের সামনে অস্ট্রেলিয়া
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর