সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে নারী টি-২০ বিশ্বকাপে অংশ নেন নিগার সুলতানারা। দক্ষিণ আফ্রিকায় ২০ ওভারের বিশ্বকাপে সূচনা ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। নারী দলের অধিনায়ক নিগার মূল মঞ্চে নামার আগে দ্বীপরাষ্ট্রকে হারানোর প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটে হেরে নারী টি-২০ বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ১৫-২০ রান কম হয়েছে বলেন নারী দলনায়ক নিগার, ‘প্রথমত আমার মনে হয়, ১৫-২০ রানের ঘাটতি ছিল আমাদের। এ ধরনের উইকেটে অন্তত ১৪০ রানের বেশি করতে পারলে দারুণ হতো। কারণ, তাদের ব্যাটিংলাইন অনেক শক্তিশালী। আমাদের শুরুটা ভালো ছিল। কিন্তু ১০ ওভারের পর ভালো করতে পারিনি। ৬ ওভারের পর আমরা আর কোনো বাউন্ডারি মারতে পারিনি। ওখানে আমাদের ঘাটতি ছিল এবং এটির মূল্যই দিতে হয়েছে আমাদের।’ কেপটাউনে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান করে। ৬ ওভারের পাওয়ার প্লেতে ৪৮ রান তুলেছিল বাংলাদেশ। ১০ ওভারে ছিল ৩ উইকেটে ৭৩ রান। পরের ১০ ওভারের মাত্র ৫৩ রান করে। এই রানেই পিছিয়ে পরে নিগার বাহিনী। চতুর্থ উইকেট জুটিতে হার্দিশ মাদাবা ও নিলাকেশী ১০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে টানা দ্বিতীয় জয় উপহার দেন। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৩ রানে হারিয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশের আজ গ্রুপে দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ৯৭ রানে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। টি-২০ বিশ্বকাপে এ নিয়ে টানা ১৩ ম্যাচে হারল বাংলাদেশ। ২০ ওভারের বিশ্বকাপে নারী দল ১৮ ম্যাচে জিতেছে সাকল্যে ২টি। ২০১৪ সালের ঘরের মাঠে হারিয়েছিল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে। এরপর আর জয় পায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে এ নিয়ে টানা ৭ ম্যাচ হারল টি-২০ ক্রিকেটে। নিগার বাহিনী হারলেও দারুণ বোলিং করেছেন মারুফা আক্তার। কোনো রান না দিয়েই ৩ উইকেট নেন। ম্যাচে মারুফার বোলিং স্পেল ৪-১-২৩-৩।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
নিগার জাহানারাদের সামনে অস্ট্রেলিয়া
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর