রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ছক্কার রেকর্ড এখন স্টোকসের

ক্রীড়া ডেস্ক

ছক্কার রেকর্ড এখন স্টোকসের

মাউন্ট মঙ্গানুই টেস্টে ওয়ানডে স্টাইলে ক্রিকেট খেলছে বেন স্টোকসের ইংল্যান্ড। তৃতীয় দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। টেস্টের বাকি আরও দুদিন। তৃতীয় দিন শেষে টেস্টে স্টোকস বাহিনী এগিয়ে আছে ৩৩১ রানে। জিততে স্টোকস বাহিনীর চাই ৫ উইকেট। এমন সমীকরণের ম্যাচে স্টোকস নতুন রেকর্ড গড়েছেন। ইংল্যান্ড দলের কোচ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে এখন সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডের একক মালিক স্টোকস। গতকাল ২টি ছক্কা মেরে পেছনে ফেলেছেন ম্যাককুলামকে। ৯০ টেস্টে এখন তার ছক্কার সংখ্যা ১০৯টি। গতকাল ১০৭ ছক্কা নিয়ে ম্যাককালামের সঙ্গে যৌথভাবে এই তালিকায় শীর্ষে থেকে ম্যাচটি খেলতে নামেন স্টোকস। প্রথম ইনিংসে তেমন কিছু করতে পারেননি তিনি। ৩ চারে ১৯ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে রেকর্ডটি গড়েন।

সর্বশেষ খবর