শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
জুনিয়র বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপ

তেহরান যাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ইরানের উর্মিয়া শহরে ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় জুনিয়র বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপ। এ প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো লড়াই করবে বাংলাদেশ। গতকাল কাবাডি স্টেডিয়াম গ্রাউন্ডে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের উপস্থিতিতে দল ঘোষণা করেন ফেডারেশনের সহসভাপতি হাফিজুর রহমান খান। বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ দল আজ সন্ধ্যা ৬টায় ইরানের রাজধানী তেহরানের উদ্দেশে যাত্রা করবে।

দুই ধাপে ট্রায়াল নিয়ে ১৮ জন খেলোয়াড় বাছাই করা হয়েছিল। এক মাসের ক্যাম্প শেষে ১২ জনের চূড়ান্ত দল তৈরি করা হয়েছে। দলে স্থান পেয়েছেন রোহন মিয়া, তসলিম উদ্দিন, জুয়েল ইসলাম, আবু রায়হান, ইব্রাহিম খলিল, মাহবুবুর রহমান ইমরান, মো. ফেরদৌস, আবুজার সরকার, উজ্জাপন চাকমা (অধিনায়ক), নাহিদ হাসান, শাহ মোহাম্মেদ শাহান ও মহিম হোসাইন। স্ট্যান্ডবাই থাকছেন ফাহিম আলী, মিনহাজুল রাব্বী ও তামবীর মিয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর