শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দক্ষিণ আফ্রিকার মেয়েদের নতুন ইতিহাস

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আফ্রিকার মেয়েদের নতুন ইতিহাস

নারী টি-২০ বিশ্বকাপে নতুন ইতিহাস সৃষ্টি করলেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা। গতকাল কেপটাউনে শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ১৬৪ রান। জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫৮ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।

একই মাঠে আগামী রবিবার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকাকে ক্রিকেটে বলা হয় চোকার্স। তারা শক্তিশালী দল নিয়েও হঠাৎ করে হেরে বসে। নিজেদের ক্রিকেটের ইতিহাসে নারী-পুরুষ মিলিয়েও এর আগে কখনো ফাইনালে উঠতে পারেনি। তাই প্রথম ফাইনালে উঠে প্রোটিয়া মেয়েরা উল্লাসে ফেটে পড়েন।

ব্যাট হাতে ৫৫ বলে ৬৮ রান ও ফিল্ডিংয়ে চারটি দুর্দান্ত ক্যাচ নিয়ে ম্যাচের সেরা হয়েছেন স্বাগতিক ওপেনার তাজমিন ব্রিটস। বল হাতে ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন আয়াবঙ্গা খাকা। ইসমাইলের শিকার ৩ উইকেট।

সর্বশেষ খবর