শনিবার, ৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

শেখ কামাল যুব গেমসের পর্দা নামছে

শেখ কামাল যুব গেমসের পর্দা নামছে

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) আয়োজনে  ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় দেশব্যাপী শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বের পর্দা নামছে আজ। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গেমসের পর্বের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সপ্তাহব্যপী চূড়ান্ত পর্বে উদীয়মান খেলোয়াড়দের পদচারণায় মুখরিত ছিল রাজধানী ঢাকার ক্রীড়াঙ্গন। বেশির ভাগ ইভেন্ট শেষ হওয়ায় ইতোমধ্যে খেলোয়াড়রা ফিরেছেন ঘরে। শেষ দিনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রি স্প্রিন্ট। যেখানে নির্ধারিত হবে দ্রুততম তরুণ ও তরুণী। সমাপনী অনুষ্ঠানের শুরুতে আয়োজিত হবে এ ইভেন্ট। গতকাল সন্ধ্যা পর্যন্ত পদক তালিকায় শীর্ষে আছে চট্টগ্রাম বিভাগ। তারা ৩৪টি সোনার পদকসহ মোট ১০৯টি পদক জয় করেছে। -ক্রীড়া প্রতিবেদক

সর্বশেষ খবর