বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

কোয়ার্টার ফাইনালে চেলসি

ক্রীড়া প্রতিবেদক

ইংলিশ প্রিমিয়ার লিগে সংকটাপন্ন অবস্থা চেলসির। কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না। এমন দুঃসময়ে এলো বড় স্বস্তি। লিগে ব্যর্থতার বৃত্তে থাকলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দেখা মিলল অন্য এক চেলসির। আসরের শেষ ষোলোয় দ্বিতীয় লেগে স্ট্যামফোর্ড ব্রিজে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল চেলসি। প্রথম লেগে ১-০ গোলে হারের পর দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করেছে দ্য ব্লজরা। যদিও ঘরের মাঠে খেলা। তারপর অনেকের ধারণা ছিল চেলসির বিদায় ঘণ্টা বাজাটা সময়ের ব্যাপার। বাঁচা-মরার লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবু গোলের দেখা পাচ্ছিল না। ৪৩ মিনিটে চেলসি শিবিরে স্বস্তি নেমে আসে। রাহিম স্টালিং জালে বল পাঠিয়ে সমর্থকদের উৎসবে ভাসায়। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংলিশ জায়ান্ট তবে ব্যবধান দ্বিগুণ করতে আর দেরি করতে হয়নি। ৫৩ মিনিটে বাই হাভার্টস গোলটি করেন।

 

সর্বশেষ খবর