বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে এ-গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে খেলতে নেমে ইংল্যান্ডকে চারটি লোনাসহ ৫৫-২৭ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে টানা চতুর্থ জয় নিয়ে মাঠ ছাড়লেন তুহিন তরফদাররা। ম্যাচসেরার পুরস্কার জয় করেন মিজানুর রহমান। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এই জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করেছে বাংলাদেশ দল। গতকাল জয় পেয়েছে কেনিয়া। তারা মালয়েশিয়াকে ৮১-২৬ পয়েন্টে পরাজিত করে। টানা চার জয়ে বিদায় নিশ্চিত হয়ে গেছে মালয়েশিয়ার।