শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রোনালদোর

ক্রীড়া ডেস্ক

সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রোনালদোর

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। ওই ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচ হারের পর রোনালদোর কান্নার ছবি ভাইরাল হয়েছিল। বিশ্বকাপ চলাকালীন স্পষ্ট হয়েছিল কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে তার বনিবনা হচ্ছে না। বিশ্বকাপের ব্যর্থতায় ফার্নান্দেজকে বরখাস্ত করে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তার স্থলে দায়িত্ব তুলে দেওয়া হয় রবার্তো মার্তিনেজের হাতে। মার্তিনেজের কোচিংয়ের অভিষেক ম্যাচে ২০২৪ সালের ইউরোপিয়ান বাছাইপর্বে লিচেটেনস্টেইনের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে পর্তুগাল। জোড়া গোল করেছেন রোনালদো। তবে ম্যাচটি ছিল রোনালদোর জন্য বিশেষ কিছু। ম্যাচটি খেলতে নেমে তিনি সবচেয়ে বেশি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। জোড়া গোলের ম্যাচটি ছিল রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৯৭তম ম্যাচ।

সর্বশেষ খবর