বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

৩৮ বছর পর স্পেনকে হারাল স্কটল্যান্ড

ক্রীড়া ডেস্ক

স্পেনের বিপক্ষে জয়ের কথা প্রায় ভুলেই গিয়েছিল স্কটিশরা। ১৯৮৪ সালের নভেম্বরে শেষবার স্পেনকে হারিয়েছিল স্কটল্যান্ড। সেবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছিল তারা। এরপর ৩৮ বছর পেরিয়ে গেছে। তিন যুগের বেশি সময়। এ সময়ের মধ্যে পাঁচবার স্পেনের মুখোমুখি হয়েছে স্কটল্যান্ড। তিনবারই হেরেছে। ড্র করেছে দুবার। অবশেষে ষষ্ঠ লড়াইয়ে নেমে স্পেনকে হারাল স্কটল্যান্ড। মঙ্গলবার ইউরো কাপ বাছাই পর্বে স্পেনকে ২-০ গোলে হারিয়েছে স্কটিশরা।

ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা মিডফিল্ডার স্কট ফ্রান্সিস দুটি গোল করেছেন (৭ ও ৫১)।

ইউরো কাপ বাছাই পর্বে ‘এ’ গ্রুপের লড়াইয়ে পিছিয়ে গেল স্পেন। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপে শীর্ষে আছে স্কটল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে স্পেনের অবস্থান। সামনের বছর চূড়ান্ত পর্বে খেলতে হলে স্পেনকে অন্তত ২ নম্বর স্থান ধরে রাখতে হবে। এদিকে মঙ্গলবার জয় পেয়েছে ক্রোয়েশিয়া, ওয়েলস ও সুইজারল্যান্ড। ক্রোয়েশিয়া ২-০ গোলে হারিয়েছে তুরস্ককে। দলের পক্ষে ২টি গোলই করেছেন কোভাচিচ। ডি গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ক্রোয়েশিয়া। এই গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে ওয়েলস। তারা মঙ্গলবার লাটভিয়াকে ১-০ গোলে হারিয়েছে। ‘আই’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার জয় পেয়েছে সুইজারল্যান্ড। তারা ৩-০ গোলে হারিয়েছে ইসরায়েলকে। এই গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সুইজারল্যান্ড। আই গ্রুপে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে রোমানিয়াও। তারা মঙ্গলবার বেলারুশকে ২-১ গোলে হারিয়েছে।

সর্বশেষ খবর