ব্রাজিলকে সরিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছে আর্জেন্টিনা। ২০১৭ সালের পর আবারও শীর্ষে উঠে এলেন লিওনেল মেসিরা। আর্জেন্টিনা ২০১৭ সালের ৬ এপ্রিল ব্রাজিলের কাছে শীর্ষস্থান হারিয়েছিল। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আরও একটা পুরস্কার পেল আলবেসিলেস্তরা। গতকাল প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা এক ও গত বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স দুই নম্বরে অবস্থান করছে। ব্রাজিল দুই ধাপ নিচে নেমে তিন নম্বরে অবস্থান করছে। আর্জেন্টিনা ১৮৪০.৯৩, ফ্রান্স ১৮৩৮.৪৫ এবং ব্রাজিল ১৮৩৪.২১ পয়েন্ট সংগ্রহ করেছে।