হ্যাটট্রিক করে সব আলো নিজের দিকে টেনে নিয়েছিলেন লেগ স্পিনার রশিদ খান। আহমেদাবাদে তখন জয়ের অপেক্ষায় স্বাগতিক গুজরাট টাইটান্স। অপর দিকে কলকাতা নাইট রাইডার্সকে জিততে ৮ বলে চাই ৪০ রান। শেষ ওভারে দরকার ২৯ রান। সেই অবিশ্বাস্য কাজটিই করেছেন রিঙ্কু সিং। ক্রিকেট বিশ্বের ইতিহাসে শেষ বলে ছক্কা মেরে জয়ের বহু ইতিহাস রয়েছে। এক ওভারে ৬ ছক্কার ইতিহাস রয়েছে। তাই বলে টানা ৫ ছক্কায় জয়! কল্পনাকেও হার মানায়। সেই কল্পনাকে বাস্তবতার রংতুলিতে এঁকেছেন রিঙ্কু। জশ দয়ালের প্রথম বলে সিঙ্গেল নিয়ে প্রান্তবদল করেন উমেশ যাদব। এরপর টানা ৫ ছক্কায় কলকাতাকে স্বপ্নের জয় উপহার দেন রিঙ্কু সিং। গুজরাট টাইটান্সের বিপক্ষে অবিশ্বাস্য জয় নিয়ে কলকাতা নাইট রাইডার্স এখন কলকাতায়। নাইট রাইডার্সে খেলতে রবিবার রাতে কলকাতা যান লিটন দাস। গতকাল ক্যাম্পে যোগ দিয়েছেন এ মারকুটে ওপেনার। লিটনের দলে যোগ দেওয়া নিয়ে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নিজেদের ফেসবুক পেজে তার ছবি দিয়ে ক্যাপশন লিখেছে- ‘পেঁৗঁছে গেছে লিটন দা।’ আইপিএলে এবারই প্রথম খেলার সুযোগ পেয়েছেন লিটন। তাকে নিতে কলকাতার খরচ হয়েছে ৫০ লাখ রুপি। এর মধ্যে কলকাতা ৩ ম্যাচ খেলে জিতেছে দুটি। এখন কথা হচ্ছে লিটন কতদিন খেলতে পারবেন আইপিএলে? তিনি ও সাকিব আল হাসান চেয়েছিলেন ৩১ মার্চ থেকেই আইপিএল খেলতে। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলার জন্য বিসিবির শর্ত জুড়ে দিলে লিটন এসেছেন ৯ এপ্রিল। লিটন যখন কলকাতায় পা রাখেন, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। স্কোয়াডে রয়েছেন লিটন। ফলে লিটন কতদিন খেলবেন, প্রশ্নের জন্ম হয়েছে। লিটন নিজ থেকেই একটি ওয়েবসাইটকে জানিয়েছেন, ‘আমি ওখানে অন্তত ২০-২৫ দিন থাকব। চেষ্টা করব যতটা বেশি সম্ভব ক্রিকেটীয় ভাবনাচিন্তা শিখে নেওয়ার। যাতে ভবিষ্যতে সেটা আমার কাজে লাগে।’
শিরোনাম
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
নাইট রাইডার্স ক্যাম্পে লিটন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর