হ্যাটট্রিক করে সব আলো নিজের দিকে টেনে নিয়েছিলেন লেগ স্পিনার রশিদ খান। আহমেদাবাদে তখন জয়ের অপেক্ষায় স্বাগতিক গুজরাট টাইটান্স। অপর দিকে কলকাতা নাইট রাইডার্সকে জিততে ৮ বলে চাই ৪০ রান। শেষ ওভারে দরকার ২৯ রান। সেই অবিশ্বাস্য কাজটিই করেছেন রিঙ্কু সিং। ক্রিকেট বিশ্বের ইতিহাসে শেষ বলে ছক্কা মেরে জয়ের বহু ইতিহাস রয়েছে। এক ওভারে ৬ ছক্কার ইতিহাস রয়েছে। তাই বলে টানা ৫ ছক্কায় জয়! কল্পনাকেও হার মানায়। সেই কল্পনাকে বাস্তবতার রংতুলিতে এঁকেছেন রিঙ্কু। জশ দয়ালের প্রথম বলে সিঙ্গেল নিয়ে প্রান্তবদল করেন উমেশ যাদব। এরপর টানা ৫ ছক্কায় কলকাতাকে স্বপ্নের জয় উপহার দেন রিঙ্কু সিং। গুজরাট টাইটান্সের বিপক্ষে অবিশ্বাস্য জয় নিয়ে কলকাতা নাইট রাইডার্স এখন কলকাতায়। নাইট রাইডার্সে খেলতে রবিবার রাতে কলকাতা যান লিটন দাস। গতকাল ক্যাম্পে যোগ দিয়েছেন এ মারকুটে ওপেনার। লিটনের দলে যোগ দেওয়া নিয়ে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নিজেদের ফেসবুক পেজে তার ছবি দিয়ে ক্যাপশন লিখেছে- ‘পেঁৗঁছে গেছে লিটন দা।’ আইপিএলে এবারই প্রথম খেলার সুযোগ পেয়েছেন লিটন। তাকে নিতে কলকাতার খরচ হয়েছে ৫০ লাখ রুপি। এর মধ্যে কলকাতা ৩ ম্যাচ খেলে জিতেছে দুটি। এখন কথা হচ্ছে লিটন কতদিন খেলতে পারবেন আইপিএলে? তিনি ও সাকিব আল হাসান চেয়েছিলেন ৩১ মার্চ থেকেই আইপিএল খেলতে। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলার জন্য বিসিবির শর্ত জুড়ে দিলে লিটন এসেছেন ৯ এপ্রিল। লিটন যখন কলকাতায় পা রাখেন, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। স্কোয়াডে রয়েছেন লিটন। ফলে লিটন কতদিন খেলবেন, প্রশ্নের জন্ম হয়েছে। লিটন নিজ থেকেই একটি ওয়েবসাইটকে জানিয়েছেন, ‘আমি ওখানে অন্তত ২০-২৫ দিন থাকব। চেষ্টা করব যতটা বেশি সম্ভব ক্রিকেটীয় ভাবনাচিন্তা শিখে নেওয়ার। যাতে ভবিষ্যতে সেটা আমার কাজে লাগে।’
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
নাইট রাইডার্স ক্যাম্পে লিটন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর