হ্যাটট্রিক করে সব আলো নিজের দিকে টেনে নিয়েছিলেন লেগ স্পিনার রশিদ খান। আহমেদাবাদে তখন জয়ের অপেক্ষায় স্বাগতিক গুজরাট টাইটান্স। অপর দিকে কলকাতা নাইট রাইডার্সকে জিততে ৮ বলে চাই ৪০ রান। শেষ ওভারে দরকার ২৯ রান। সেই অবিশ্বাস্য কাজটিই করেছেন রিঙ্কু সিং। ক্রিকেট বিশ্বের ইতিহাসে শেষ বলে ছক্কা মেরে জয়ের বহু ইতিহাস রয়েছে। এক ওভারে ৬ ছক্কার ইতিহাস রয়েছে। তাই বলে টানা ৫ ছক্কায় জয়! কল্পনাকেও হার মানায়। সেই কল্পনাকে বাস্তবতার রংতুলিতে এঁকেছেন রিঙ্কু। জশ দয়ালের প্রথম বলে সিঙ্গেল নিয়ে প্রান্তবদল করেন উমেশ যাদব। এরপর টানা ৫ ছক্কায় কলকাতাকে স্বপ্নের জয় উপহার দেন রিঙ্কু সিং। গুজরাট টাইটান্সের বিপক্ষে অবিশ্বাস্য জয় নিয়ে কলকাতা নাইট রাইডার্স এখন কলকাতায়। নাইট রাইডার্সে খেলতে রবিবার রাতে কলকাতা যান লিটন দাস। গতকাল ক্যাম্পে যোগ দিয়েছেন এ মারকুটে ওপেনার। লিটনের দলে যোগ দেওয়া নিয়ে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নিজেদের ফেসবুক পেজে তার ছবি দিয়ে ক্যাপশন লিখেছে- ‘পেঁৗঁছে গেছে লিটন দা।’ আইপিএলে এবারই প্রথম খেলার সুযোগ পেয়েছেন লিটন। তাকে নিতে কলকাতার খরচ হয়েছে ৫০ লাখ রুপি। এর মধ্যে কলকাতা ৩ ম্যাচ খেলে জিতেছে দুটি। এখন কথা হচ্ছে লিটন কতদিন খেলতে পারবেন আইপিএলে? তিনি ও সাকিব আল হাসান চেয়েছিলেন ৩১ মার্চ থেকেই আইপিএল খেলতে। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলার জন্য বিসিবির শর্ত জুড়ে দিলে লিটন এসেছেন ৯ এপ্রিল। লিটন যখন কলকাতায় পা রাখেন, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। স্কোয়াডে রয়েছেন লিটন। ফলে লিটন কতদিন খেলবেন, প্রশ্নের জন্ম হয়েছে। লিটন নিজ থেকেই একটি ওয়েবসাইটকে জানিয়েছেন, ‘আমি ওখানে অন্তত ২০-২৫ দিন থাকব। চেষ্টা করব যতটা বেশি সম্ভব ক্রিকেটীয় ভাবনাচিন্তা শিখে নেওয়ার। যাতে ভবিষ্যতে সেটা আমার কাজে লাগে।’
শিরোনাম
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
নাইট রাইডার্স ক্যাম্পে লিটন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর