হ্যাটট্রিক করে সব আলো নিজের দিকে টেনে নিয়েছিলেন লেগ স্পিনার রশিদ খান। আহমেদাবাদে তখন জয়ের অপেক্ষায় স্বাগতিক গুজরাট টাইটান্স। অপর দিকে কলকাতা নাইট রাইডার্সকে জিততে ৮ বলে চাই ৪০ রান। শেষ ওভারে দরকার ২৯ রান। সেই অবিশ্বাস্য কাজটিই করেছেন রিঙ্কু সিং। ক্রিকেট বিশ্বের ইতিহাসে শেষ বলে ছক্কা মেরে জয়ের বহু ইতিহাস রয়েছে। এক ওভারে ৬ ছক্কার ইতিহাস রয়েছে। তাই বলে টানা ৫ ছক্কায় জয়! কল্পনাকেও হার মানায়। সেই কল্পনাকে বাস্তবতার রংতুলিতে এঁকেছেন রিঙ্কু। জশ দয়ালের প্রথম বলে সিঙ্গেল নিয়ে প্রান্তবদল করেন উমেশ যাদব। এরপর টানা ৫ ছক্কায় কলকাতাকে স্বপ্নের জয় উপহার দেন রিঙ্কু সিং। গুজরাট টাইটান্সের বিপক্ষে অবিশ্বাস্য জয় নিয়ে কলকাতা নাইট রাইডার্স এখন কলকাতায়। নাইট রাইডার্সে খেলতে রবিবার রাতে কলকাতা যান লিটন দাস। গতকাল ক্যাম্পে যোগ দিয়েছেন এ মারকুটে ওপেনার। লিটনের দলে যোগ দেওয়া নিয়ে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নিজেদের ফেসবুক পেজে তার ছবি দিয়ে ক্যাপশন লিখেছে- ‘পেঁৗঁছে গেছে লিটন দা।’ আইপিএলে এবারই প্রথম খেলার সুযোগ পেয়েছেন লিটন। তাকে নিতে কলকাতার খরচ হয়েছে ৫০ লাখ রুপি। এর মধ্যে কলকাতা ৩ ম্যাচ খেলে জিতেছে দুটি। এখন কথা হচ্ছে লিটন কতদিন খেলতে পারবেন আইপিএলে? তিনি ও সাকিব আল হাসান চেয়েছিলেন ৩১ মার্চ থেকেই আইপিএল খেলতে। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলার জন্য বিসিবির শর্ত জুড়ে দিলে লিটন এসেছেন ৯ এপ্রিল। লিটন যখন কলকাতায় পা রাখেন, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। স্কোয়াডে রয়েছেন লিটন। ফলে লিটন কতদিন খেলবেন, প্রশ্নের জন্ম হয়েছে। লিটন নিজ থেকেই একটি ওয়েবসাইটকে জানিয়েছেন, ‘আমি ওখানে অন্তত ২০-২৫ দিন থাকব। চেষ্টা করব যতটা বেশি সম্ভব ক্রিকেটীয় ভাবনাচিন্তা শিখে নেওয়ার। যাতে ভবিষ্যতে সেটা আমার কাজে লাগে।’
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
নাইট রাইডার্স ক্যাম্পে লিটন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর