এলিটা কিংসলের পর আরেক বিদেশি বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে জাতীয় দলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি মালির ফুটবলার সুলেমান দিয়াবাতে। পেশাদার লিগে ঢাকা মোহামেডান জ্বলে উঠতে না পারলেও দিয়াবাতের পারফরম্যান্স নজর কাড়ছে। টানা চার বছর ধরে সাদা-কালোয় খেলছেন। প্রতিটি লিগেই তার হ্যাটট্রিক রয়েছে। এবার এখন পর্যন্ত দুটি হ্যাটট্রিক করেছেন। গত বছর ছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতা। এবারও কিংসের ডরিয়েলটন, শেখ জামালের স্টুয়ার্টের সঙ্গে ৯ গোল করে যৌথভাবে শীর্ষে রয়েছেন। দিয়াবাতে তার আগ্রহের কথাটি জানিয়েছেন মোহামেডানের পরিচালক ও ফুটবল দলের সেক্রেটারি অভিজ্ঞ সংগঠক আবু হাসান চৌধুরী প্রিন্সকে।